মুখরোচক পিৎজার স্বাদ পেতে অনেকেই নানান দোকানের দিকে পা বাড়ান। বাড়ির ঝিঙের ঝোল মুখে না রোচলে সঙ্গে সঙ্গে পিৎজার অর্ডারও দিয়ে ফেলেন অনেকে। তবে এই খবর কি জানেন যে, সদ্য বেঙ্গালুরুতে একটি ভয়াবহ ছবি উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পিৎজা তৈরির মণ্ডের উপর রয়েছে টয়লেট পরিষ্কারের ব্রাশ। ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, এমন ঘটনার জেরে তুমুল তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
যিনি টুইটারে ছবি শেয়ার করেছেন, তিনি বলছেন এই ছবি ডমিনোজের। এরপরই অভিযোগের আঙুল ওঠে ডমিনোজের দিকে। জানা গিয়েছে, যে রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ডমিনজ ইন্ডিয়া কড়া ব্যবস্থা নিতে চলেছে। ডমিনোজ বলছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা চিরকালীনভাবে খাবার তৈরির বিষয়ে খাদ্য নিরাপত্তার সমস্ত বিধি পালন করে বলে জানিয়েছে। ফলে কার্যত তারা স্বীকার করে নিয়েছে যে, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তা ডমিনোজের উদাসীনতার ছবি! যে ছবি উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রে-তে পিৎজার মণ্ড তৈরি করে রাখা রয়েছে। আর তার ওপর টয়লেট পরিষ্কারের ব্রাশ রাখা রয়েছে। সুরুৎ করে পিস্তল দিয়ে কেক কেটে ফেললেন ব্য়ক্তি! 'ব্রেক আপ পার্টি'র এমন ছবি ভাইরাল
সাহিল করানয় নামের এক ব্যক্তি এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় আলতেই নানান প্রশ্নের ঝড় তোলে। বলা হয়, শুধু একটি মপারই সেখানে রাখা নেই। তার সঙ্গে বাথরুম পরিষ্কারের বিভিন্ন ব্রাশ সেখানে রাখা রয়েছে। যে জায়গায় খাবার তৈরি হচ্ছে, সেই খানেই এমন ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।