বিয়ে একবারই হয়। আর এই একবারের বিষয়টিকেই বার বার মনে করার জন্য এক এক জন এক এক রকম কীর্তি কলাপ করে বসছেন আজকাল। এই যেমন এদিন বিয়ে করে হয়ত চিপস খেতে খেতে বউকে নিয়ে বাড়ি ফেরার তাল করেছিলেন বর, বা তাঁর হবু বউ হয়ত চিপস খেতেই বেশি ভালোবাসেন। তাই ফুলের বদলে চিপস দিয়েই পুরো গাড়িটিকে সাজিয়ে ফেলেছিলেন বর মহারাজ। আর তা দেখে কনের বাড়ির লোকেরা যা করলেন, ভাবতেই পারবেন না, ভিডিয়ো না দেখলে।
আজকাল প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। এখনও এমন অনেক ভিডিও রয়েছে যা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে যায়। এমনই একটি ভিডিয়ো এদিন থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যা দেখার পর আপনিও অবাক হবেন। আসলে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। তাই তিনি চিপস এবং ক্রিস্পের প্যাকেট দিয়ে গাড়িটি সজ্জিত করেছিলেন।
চিপস দিয়ে সজ্জিত গাড়ি নিয়ে বিয়ের করতে এলেন বর
চিপসের প্যাকেট দিয়ে সাজানো এই গাড়িটিই আলোচনার বিষয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের জন্য সাজানো হয়েছে মারুতি সুজুকি গাড়ি। এখন আশ্চর্যের বিষয় হল গাড়িটি ফুল দিয়ে নয়, চিপসের প্যাকেট দিয়ে বোঝাই। দেখে মনে হচ্ছে কেউ গাড়ি থেকে চিপস বিক্রি করছেন। এই গাড়িতে বরও বসে আছেন। সাতপাল যাদব নামে নামে এক ব্যবহারকারী শেয়ার করেছেন এই ভিডিয়োটি। অনলাইনে ইতিমধ্যেই ৭৭ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এটি। মজার মজার কমেন্টও আসছে অনেক।
একজন Nনেটিজেন ব্যঙ্গ করে বলেছেন, 'ভাই, আপনি গাড়ির মান বাড়াচ্ছেন কারণ এটি সুজুকি।' আরেকজন জিজ্ঞেস করেছেন, চিপস বিক্রি করার এটা কি রকম উপায়?। অন্য একজন আবার মজা করে বলেছেন, হ্যাঁ, আমিও আমার ভাইয়ের জন্য একই রকম সাজসজ্জা করব। আর একজন লিখেছেন, আমি আমার ভবিষ্যৎ স্বামীর কাছ থেকে এটাই চাই।
উল্লেখ্য, এটা দেখা যায় যে কিছু ব্যক্তি বিয়েতে ভিন্ন কিছু করার চেষ্টা করতে গিয়ে হাসির পাত্র হয়ে যান। অনেক সময়, বর জেসিবিতে করে বিয়ে করতে আসেন, কনে স্কুটিতে করে শ্বশুরবাড়ি যান এবং কখনও বর আবার গাড়ির ছাদে বসে বসে আসেন। সম্প্রতি এক বর গাড়ির ছাদে বসে তাঁর বিয়ের মিছিল করতে গিয়েছিলেন। খবর পেয়ে ওদিকে পুলিশ কিন্তু ঠিকই চালান জারি করে গিয়েছিল।