বিশ্ব এইডস টিকা দিবস প্রতি বছর ১৮ মে পালন করা হয়। এই দিন সারা বিশ্ব জুড়ে রোগটি নিয়ে সচেতনতা প্রসার করা হয়। তবে গত শতকে এই দিনটি শুরু হয়েছিল অন্য এক ঘটনার সূত্র ধরে।
1/5বিশ্ব এইডস টিকা দিবস প্রতি বছর ১৮ মে পালন করা হয়। এই দিন সারা বিশ্ব জুড়ে রোগটি নিয়ে সচেতনতা প্রসার করা হয়। তবে গত শতকে এই দিনটি শুরু হয়েছিল অন্য এক ঘটনার সূত্র ধরে। (Freepik)
2/5গত শতকের শেষে ১৯৯৮ সাল থেকে শুরু হয় বিশ্ব এইডস টিকা দিবস পালন। ১৯৯৮ সালের ১৮ মে এই দিনটি প্রথম পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনেই পালিত হচ্ছে এইডস টিকা সম্পর্কের সচেতনতা প্রসারের জগতজোড়া উদ্যোগ। (Freepik)
3/5তবে দিনটির শুরু হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি বক্তৃতার সূত্র ধরে। ১৯৯৭ সালের ১৮ মে তিনি একটি বক্তৃতা দেন এইডস নিয়ে। সেই বক্তৃতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষেই বিশ্ব এইডস টিকা দিবসের শুরু। (Freepik)
4/5১৯৯৭ সালের ১৮ মে বিল ক্লিন্টন বলেন, একটি কার্যকরী টিকাই পারে এইডসের মতো মারণরোগকে নির্মূল করতে। এইডস টিকার প্রচার সেই শুরু। এইডস রোগের ভাইরাস এইচআইভি-এর হাত থেকে বাঁচতে আগে থেকেই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয় সেই বক্তৃতায়। (Freepik)
5/5প্রতি বছর এই দিন শুধু এইডস রোগের ভয়াবহতা ও টিকার প্রয়োজনীয়তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানো হয়। পাশাপাশি, রোগটি নির্মূল করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফেও নানারকম সচেতনতামূলক প্রচার চালানো হয়। (Freepik)