পৃথিবী পৃষ্ঠে আমরা সাধারণত ১২ ঘণ্টা দিন আর ১২ ঘণ্টা রাত এই হিসাবেই চলি। কিন্তু মহাকাশে ৪৫ মিনিটের জন্য় দিন আর ৪৫ মিনিটের অন্ধকার থাকে। আর সেই হিসাবে বলা হচ্ছে গোটা বিশ্ব যখন নতুন বছরের আনন্দ উদযাপন করছেন বা কেউ কেউ অপেক্ষা করছেন তখন ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে ২০২৩ থেকে ২০২৪ সালে এই নতুন বছরে উদযাপনের বিষয়টি অন্তত ১৬বার হবে। আসলে কক্ষপথ ধরে ঘুরছে মহাকাশ স্টেশন। তার জেরেই ২৪ ঘণ্টার এই চক্রের মধ্য়ে অন্তত ১৬বার সুর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী থাকেন মহাকাশচারীরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় ২৮,০০০ কিমি যায় আন্তর্জাতিক স্পেস স্টেশন। প্রতি ৯০ মিনিটে একবার করে এই স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর এর মাধ্যমে মহাকাশচারীরা একাধিকবার নতুন বছর পালন করতে পারেন। কারণ এই প্রদক্ষিণের সময় নানা টাইম জোনের উপর দিয়ে যান তাঁরা। তার জেরে বার বার নতুন বছর আসে মহাকাশে।
এই কক্ষপথ প্রদক্ষিণে মাধ্যমে মহাকাশে ৪৫ মিনিটের দিনের সময় আর ৪৫ মিনিটের রাতের ভাগ থাকে। কারণ প্রদক্ষিণ করতে সময় লাগে ৯০ মিনিট। অন্যদিকে পৃথিবীপৃষ্ঠের দিন রাতের নিরিখে তারা ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্তের মুখোমুখি হন।
এদিকে মহাকাশে থাকাকালীন মহাকাশচারীরা নানা অদ্ভূত ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন। পৃথিবীর অভিজ্ঞতার সঙ্গে তার কোনও মিল নেই। পৃথিবীর অনেক কিছুর সঙ্গেই মেলে না মহাকাশের সেই অভিজ্ঞতা। তবে এবার নতুন বছরও অন্তত ১৬বার পালিত হয় মহাকাশে।