তামিলনাড়ু রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। এএনআই সূত্রে খবর, ১.৭৫ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় নাম জড়িয়েছে তার। আদালত মন্ত্রী ও তাঁর স্ত্রীকে ৫০ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট মন্ত্রী ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে। ট্রায়াল কোর্টের নির্দেশকে খারিজ করে হাইকোর্টের তরফে এই রায় দেওয়া হয়েছে। তবে ট্রায়াল কোর্ট এর আগে তাঁদের দোষ খারিজ করে দিয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
২০০৬-২০১১ সাল পর্যন্ত তিনি যখন ডিএমকে মন্ত্রিসভার সদস্য় ছিলেন তখনই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে ১ কোটি ৭৫ লক্ষ টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। তাঁদের সম্পত্তির যে পরিমাণ সম্পর্কে জানা যায় তার থেকেও প্রায় ৬৫.৯৯ শতাংশ পরিমাণ বেশি সম্পত্তি কোথা থেকে এল সেই প্রশ্ন উঠতে থাকে।
তবে ২০১৬ সালে ভিল্লাপুরমের একটা ট্রায়াল কোর্ট তাদের যাবতীয় অভিযোগ থেকে রেহাই দিয়েছিল। তবে মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট ট্রায়াল কোর্টের রায়কে খারিজ করে দিয়েছে। এরপর হাইকোর্টের তরফে বলা হয় প্রিভেনশন অফ কোরাপশন অ্য়াক্ট ১৯৮৮ অনুসারে ওই দুজনের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়। বিচারপতি জয়াচন্দ্রনের পর্যবেক্ষণ যে সমস্ত পর্যবেক্ষণ করা হয়েছে তার ভিত্তিতে দেখা গিয়েছে তাতে যে সমস্ত প্রামাণ্য বিষয় ছিল সেটার ভুল ভাবে ব্যাখা করা হয়েছে।
সেই সঙ্গেই হাইকোর্টের তরফে বলা হয়েছে ওই দম্পতিকে আলাদা না দেখিয়ে এক দেখানোটাই উচিত। আদালত জানিয়েছে, ট্রায়াল কোর্ট এটা বুঝতে পারেনি যে এ-১ এর স্ত্রী হলেন এ-২। আর তিনি এ-১ এর সম্পত্তি যেটা অজানা সোর্স থেকে পাওয়া গিয়েছে সেটা গ্রহণ করেছেন।