টোলট্যাক্স নিয়ে বচসার জেরে টোলপ্লাজার কর্মীদের ধাক্কা মেরে পালাল গাড়ি। পুরো ঘটনাটি ঘটেছে সিসিটিভি ক্যামেরার সামনে। ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর জেলার। দিল্লি–লখনউ হাইওয়ের ওপর অবস্থিত টোলপ্লাজায় এই ঘটনা ঘটেছে। গাড়ির ধাক্কা লেগে টোলপ্লাজার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: গাড়ির তলায় আটকে বাইক চালক, হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ১২ কিমি, ১ মাস পর ধৃত ঘাতক
জানা গিয়েছে, দু'জন যুবক ওই গাড়িতে ছিলেন। বুধবার গভীর রাতে টোলট্যাক্স নিয়ে তাঁদের সঙ্গে টোলপ্লাজার কর্মীদের মধ্যে বচসা বাঁধে। এরপর গাড়িতে থাকা যুবকরা টোলকর্মীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় চারজন কর্মী আহত হয়েছেন। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কীভাবে টোলপ্লাজার কর্মীদের সঙ্গে গাড়িতে থাকা দুই যুবকের বচসা হিংসাত্মক হয়ে ওঠে। যুবকরা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তাদের গাড়িটিকে পিছু ধাওয়া করতে শুরু করেন টোলপ্লাজার কর্মীরা। দূর থেকে রেকর্ড করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, টোলপ্লাজার কর্মীরা গাড়ির পিছনে ধাওয়া করছে। হাতে লাঠি ও পাথর নিয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন তারা। কমপক্ষে ১২ জন কর্মী গাড়িটিকে ধাওয়া করে। কেউ কেউ আবার গাড়িতে লাফ দেওয়ার চেষ্টা করে। কিন্তু চালক থামার পরিবর্তে তাদের ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সেই ঘটনায় টোলপ্লাজার ৪ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত টোলপ্লাজার কর্মীরা পিলখুয়া থানায় গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় হাপুরের পুলিশ সুপার অভিষেক বর্মা জানিয়েছেন, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। টোলকর্মীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।