বাংলা নিউজ > ঘরে বাইরে > শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, মৃত ৫৮, ৩০০ জন থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা

শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, মৃত ৫৮, ৩০০ জন থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা

মধ্য আফ্রিকায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি! মৃত্যু ৫৮ জনের। প্রতীকী ছবি (AFP)

ঘটনাটি ঘটেছে শুক্রবার। এমপোকো নদীর উপর দিয়ে নৌকাটি যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। নৌকাতে ৩০০ বেশি যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। 

অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি! এর ফলে মৃত্যু হল ৫৮ জনের। এছাড়াও নিখোঁজ রয়েছেন অনেকেই। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্য আফ্রিকার বাঙ্গুইয়ে। ৩০০ জনকে নদীপথে নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ইদের ৩ দিনে নৌকাডুবি, দুর্ঘটনায় পাকিস্তানে মৃত্যু ৫১ জনের, আহত কয়েক হাজার

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। এমপোকো নদীর উপর দিয়ে নৌকাটি যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। নৌকাতে ৩০০ বেশি যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। শহরের নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে জানান, ৫৮ টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকারীদল বাকিদের খোঁজ চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন। 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নৌকাটি কাঠের তৈরি। ৩০০-এর বেশি যাত্রী নিয়ে নৌকাটি বাঙ্গুই থেকে মাকলোর একটি গ্রামে যাচ্ছিল। ওই গ্রামের প্রধানের মৃত্যু হয়েছিল। তবে অন্তেষ্টিক্রিয়ায় শামিল হতে যাচ্ছিলেন যাত্রীরা। নৌকাটি ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘটে বিপত্তি। মাঝপথে সেটি ডুবে যায়। প্রাথমিকভাবে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার কাজ শুরু করেন। তাঁরা প্রায় ২০ টি মৃতদেহ উদ্ধার করেন।

ঘটনার প্রায় ৪০ মিনিট পর সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে তারা অন্যান্যদের উদ্ধার করেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালালু। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। তাঁদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় একটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহতকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেন সেখানকার ট্যাক্সি চালকরা। এদিনের ঘটনার পরেই বিরোধী দলগুলি জাতীয় শোক পালনের আহ্বান জানান। ঘটনাকে কেন্দ্র করে নদীর তীরে স্বজনদের খোঁজে ভিড় করেন স্থানীয়রা। এত বড় নৌকাডুবির ঘটনায় প্রশ্ন উঠেছে নদী পরিবহণে সুরক্ষা নিয়ে। এ বিষয়ে প্রশ্ন উঠতেই সরকারের মুখপাত্র সুরক্ষা বিধিগুলি আরও ভালভাবে মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিয়ো থেকে দেখা যায়, ৩০০-এর বেশি যাত্রী নৌকায় যাওয়ার ফলে সেটি ভিড়ে ঠাসা ছিল। অনেকে বসারও জায়গা পাননি। অধিকাংশ যাত্রীই দাঁড়িয়ে ছিলেন।

পরবর্তী খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.