বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinese women arrested in Delhi: বৌদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশে তিব্বতি শরণার্থী শিবিরে চিনা মহিলা, গুপ্তচর সন্দেহে ধৃত

Chinese women arrested in Delhi: বৌদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশে তিব্বতি শরণার্থী শিবিরে চিনা মহিলা, গুপ্তচর সন্দেহে ধৃত

ধৃত সেই মহিলা।

তার পরিচয়পত্রে নেপালের রাজধানী কাঠমান্ডুর ঠিকানা-সহ তার নাম ডলমা লামা লেখা থাকলেও তার আসল নাম হল কাই রুও। দিল্লিতে অবস্থিত তিব্বতি শরণার্থী শিবির মজনু কা টিল্লায় তিনি ছিলেন। এই শহরটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কাছে অবস্থিত। পর্যটকদের কাছেও এই শিবিরটি বেশ জনপ্রিয়।

প্রায় তিন বছর ধরে তিব্বতি শরণার্থী শিবিরে থেকেছেন চিনের এক মহিলা। এতদিন ধরে বৌদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশেই তিনি সেখানে ছিলেন। অবশেষে সেই মহিলাকে চিনের গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল পুলিশ। উত্তর দিল্লির তিব্বতি শরণার্থী শিবির থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলার নাম ডলমা লামা।

রাজ্যে পাক চরকে গ্রেফতার করল এসটিএফ, সন্দেহভাজনের সঙ্গে রাওয়ালপিন্ডির যোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার পরিচয়পত্রে নেপালের রাজধানী কাঠমান্ডুর ঠিকানা সহ তার নাম ডলমা লামা লেখা থাকলেও তার আসল নাম হল কাই রুও। দিল্লিতে অবস্থিত তিব্বতি শরণার্থী শিবির মজনু কা টিল্লায় তিনি ছিলেন। এই শহরটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কাছে অবস্থিত। পর্যটকদের কাছেও এই শিবিরটি বেশ জনপ্রিয়। ওই সেখানে দীর্ঘ তিন বছর ধরে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ছিলেন। তিনি সন্ন্যাসীর মতোই ঐতিহ্যবাহী গাঢ় লাল পোশাক পরে থাকতেন এবং তার চুল ছোট করে কাটা ছিল।

পুলিশ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার বা এফআরআরও’র কাছে ওই মহিলার আগের রেকর্ড খতিয়ে দেখে জানতে পারে, তার আসল নাম হল কাই রুও। ২০১৯ সালে চিনা পাসপোর্ট ব্যবহার করে তিনি ভারতে এসেছিলেন। পুলিশি জেরায় ওই মহিলা দাবি করেছেন, চিনের কমিউনিস্ট পার্টির কিছু নেতা তাকে হত্যা করতে চেয়েছিল। তিনি তিনটি ভাষা জানেন- ইংরেজি, ম্যান্ডারিন এবং নেপালি। ওই মহিলা আদৌও গুপ্তচর কি না সে বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ। তাই ওই মহিলার সম্পর্কে আরও তথ্য জানতে অন্যান্য বৌদ্ধ সন্ন্যাসীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল ঘটনাটির তদন্ত করছে।

বন্ধ করুন