ভোটার তালিকায় নাম তুলতে গেলে কি আধার কার্ড বাধ্যতামূলক? ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের জন্যও কী একই বিধি? এক জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে তা স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে কমিশনে জানিয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়।
নতুন ভোটার দেন নাম নথিভুক্ত করতে ফর্ম ৬ পূরণ করতে হয়। এর সঙ্গে থাকে ফর্ম ৬বি। এই ফর্মে আধার নম্বর দিতে হয়। এই দুটি ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতে একটি মামলা হয়।
মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চকে কমিশন জানিয়েছে, ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর ২৬-এর বি ধারা অনুযায়ী, আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। বিষয়টি নিয়ে মানুষের মনে অস্পষ্ট ধারনা রয়েছে।
(পড়তে পারেন। টিভি এবং স্ট্রিমিং ব্যবসা বেচবে ডিজনি ইন্ডিয়া, অম্বানিদের সঙ্গে কথা)
(পড়তে পারেন। কী অবস্থা! ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের খাবারে আস্ত ব্যাঙ, নেটপাড়ায় হইচই, জবাব দিল কর্তৃপক্ষ)
কমিশন আদালতকে জানিয়েছে, শীঘ্র তারা এই দুটি ফর্মের বিষয়বস্তু স্পষ্ট করতে নির্দেশিকা জারি করবে।
তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি জি নিরঞ্জন ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর বিধি ২৬-এর বি সম্পর্কে স্পষ্ট তথ্য দাবি করে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ভোটারের আধার নম্বর দিলে তা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এর প্রেক্ষিতে কমিশন জানিয়েছে, আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়।
শীর্ষ আদালতকে নির্বাচন কমিশন জানিয়েছে এখন পর্যন্ত ৬৬ কোটি ২৩ লাখ আধার নম্বর আপলোড করা হয়েছে।