নববর্ষের দিনই Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ছোট পর্দার 'মিশকা' ওরফে অভিনেত্রী অহনা দত্ত। যদিও সেসময় পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি। ১লা বৈশাখের দিন অহনা জানিয়েছিলেন, 'বিষয়টা এখনও ৩০ শতাংশ ফাইনাল। এখনই তাই এটা নিয়ে আর কিছু বলতে চাই না। হলে তখনই সবটা জানাব।'
তবে শেষপর্যন্ত স্বপ্ন পূরণ হল অহনার। প্রেমিক দীপঙ্কর রায়ের হাত ধরেই নিজের বাড়ির এই স্বপ্নটা পূরণ করে ফেললেন পর্দার 'মিশকা'। নতুন বাড়ির জন্য রেজিস্ট্রি করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী। যেখানে অহনা ও দীপঙ্করকে একসঙ্গে রেজিস্ট্রি পেপারে সই করতে দেখা যাচ্ছে। নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রি হওয়ার পর দীপঙ্কর ও তাঁর পরিবারের সঙ্গেই সুন্দর এই মুহূর্তটি একসঙ্গে উদযাপন করলেন অহনা। একসঙ্গেই সারলেন খাওয়া দাওয়া। উঠল সেলফি। আবার কখনও অহনাকে পিছন থেকে জড়িয়ে ধরে তাঁর মাথায় আলতো চুম্বন করতে দেখা গেল রূপটান শিল্পী দীপঙ্করকে।
হাসিখুশি এই মুহূর্তটি নিজের ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেছেন অভিনেত্রী অহনা দত্ত। প্রেমিক দীপঙ্করকে ট্যাগ করে অনুরাগীদের উদ্দেশ্যে অহনা লিখেছেন, ‘নিজেদের ঠিকানার উদযাপন। হয়ত একে অপরের ওপর বিশ্বাস থাকলে ভগবান নিজেও সেই বিশ্বাসের পাশে থাকে। একসাথে এখনো অনেক স্বপ্নপূরণ করা বাকি আছে দীপঙ্কর রায়। সবাই আশীর্বাদ করবেন।’
আরও পড়ুন-জলের নিচে তাক করে রাখা ক্যামেরা, 'ধুকপুক' বুকে ডুব দিলেন পর্দার 'কৃষ্ণা' দেবত্তমা
অহনার এই পোস্টে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষের দিন অহনা Hindustan Times Bangla-কে জানিয়েছিলেন, তাঁর তাঁদের নতুন বাড়িটি কিনছেন তাঁরা নতুন ফ্ল্যাট কিনেছেন বারুইপুরে। তবে বর্তমানে করুণাময়ীর কাছে একটা ফ্ল্যাটে একসঙ্গে থাকেন দীপঙ্কর ও অহনা।
প্রসঙ্গত, খুব ছোট বয়সেই পরিচিতি আর সাফল্য এসেছে অহনা দত্তের কাছে। অহনার শুরুটা হয়েছিল নাচের রিয়েলিটি শো থেকে। সেখান থেকেই পেয়ে যান অভিনয়ের প্রস্তাব। অনুরাগের ছোঁয়া-র মতো জনপ্রিয় ধারাবাহিক বদলে দেয় তাঁর ভাগ্য। খলনায়িকা মিশকা-কে ছাড়া সেই সিরিয়াল এখন অনেকটা নুন ছাড়া খাবারের মতো হয়ে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন ১৯ বছরের অহনা। আবার এই ধারাবাহিক তাঁকে খুঁজে দিয়েছে তাঁর মনের মানুষকেও। যদিও তাঁর এই প্রেম মেনে নেননি অহনার মা। আর তা নিয়ে কিছু কম শোরগোল হয়নি। তবে বহুদিন হল বাড়ি ছেড়ে এখন দীপঙ্করের সঙ্গেই থাকেন অহনা দত্ত। তাঁদের এই সম্পর্কের বয়স এখন ১ বছরের কিছু বেশি। দীপঙ্করের জন্যই মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অহনার মা, তবে আপাতত সব ভুলে প্রেমিকের সঙ্গেই সুখে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী অহনা দত্ত।