এবার ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসে (IANS) এ বড় অংশের শেয়ার কিনে নিল আদানি গ্রুপ। এর আগে গতবছর এনডিটিভির একটা বড় অংশ কিনে নিয়েছিলেন। এবার তিনি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসে (IANS) এ বড় অংশের শেয়ার কিনে নিলেন বলে খবর।
আদানি এন্টারপ্রাইজ তাদের রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছেন, তাদের এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড ৫০.৫০শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে। IANS India Private Ltd-এর বিরাট শেয়ার কিনে নিয়েছেন তারা। পিটিআই সূত্রে খবর।
সংবাদ সংস্থার খবর অনুসারে জানা গিয়েছে, আর্থিক বছর ২০২২-২৩ আর্থিক বছরে( ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত) রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি। ফাইলিং অনুসারে জানা গিয়েছে, আইএএনএসের সমস্ত ম্যানেজমেন্ট সংক্রান্ত নিয়ন্ত্রণ এবার থাকবে AMNL-এর হাতে। এবার ওই কোম্পানিতে পরিচালন সমিতি তৈরির করার দায়িত্বও তাদের হাতে থাকবে।
ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে, এবার থেকে IANS হবে AMNL -এর সহযোগী সংস্থা।
এর আগে আদানি গ্রুপ কুইনটিলিয়ন বিজনেস মিডিয়া অধিগ্রহণ করেছিল। এটা মূলত ব্যবসা ও আর্থিক সংক্রান্ত খবরগুলির ডিজিটাল মাধ্যম হিসাবে কাজ করত। BQ Prime বলে পরিচিত এই সংবাদ প্লাটফর্ম। গত বছর এনডিটিভির একটা বড় অংশ অধিগ্রহণ করেছিল আদানি গ্রুপ।
এর আগে এনডিটিভির প্রতিষ্ঠাতারা তাদের শেয়ারের বেশির ভাগ অংশ আদানি গ্রুপের কাছে বিক্রি করে দেন। এরপর ওই মিডিয়া সংস্থার পরিচালনার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করা শুরু করে আদানি গ্রুপ। এর আগে রাধিকা আর প্রণয় রায় এনডিটিভির শেয়ারের বড় অংশ আদানির সংস্থার কাছে বিক্রি করে দেন। এবার আরও এক মিডিয়ার শেয়ারের বড় অংশ কিনে নিল আদানি গ্রুপ। বলা ভালো সংবাদ সংস্থা আইএএনএস-এর শেয়ারের একটা বড় অংশ কিনে নিল আদানির সংস্থা।