বিশ্বকাপের সেমিফাইনালের পর ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মধ্যে মন্টপেলিয়ারে প্রাণ হারাল এক ফুটবলপ্রেমী যুবক। ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকারি অফিসের তরে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, মৃত যুবককে একটি গাড়ি সহিংসভাবে আঘাত করে। এর আগে সেমিফাইনালের টিকিট পাকা হতেই শনিবার প্যারিসের রাস্তায় নেমে উল্লাস দেখানোর সময় সংঘর্ষ বেঁধেছিল। সেই ঘটনায় ৭০ জনেরও বেশি ফুটবলপ্রেমীকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ ওঠে, মরক্কোর সমর্থনকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছিল।
এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে বেলজিয়ামকে মরক্কো হারানোর পর দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল ব্রাসেলসে। বেলজিয়ামের রাজধানীর রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়েছিল পুলিশ। ব্রাসেলসের পাশাপাশি সেদিন উত্তর বেলজিয়ামের অ্যান্টওয়ার্পেও হাঙ্গামা হয়েছিল। নেদারল্যান্সেও মরক্কোর সমর্থনকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর অভিযোগ উঠেছিল। ডাচ পুলিশের তরফে জানানো হয়, নেদারল্যান্ডসের কমপক্ষে তিনটি শহরে ঝামেলা পাকান মরক্কোর সমর্থকদের একাংশ। রটারডাম, আমস্টারডামের মতো শহরে প্রচুর মরক্কোর সমর্থক জমায়েত করেন। রটারডাম পুলিশের তরফে জানানো হয়েছে, হিংসা-বিরোধী পুলিকে লক্ষ্য করে বাজি ও গ্লাস ছোড়া হয়। তারপরই লাঠি চালায় পুলিশ।
প্রসঙ্গত, এই বিশ্বকাপে স্বপ্নের দৌড় জারি রেখে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। তবে গতরাতে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। তবে এই যাত্রা পথে প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছিল মরক্কো, দ্বিতীয় ম্যাচে বিশ্বের নম্বর ২ দল বেলজিয়ামকে হারায় হাকিমিরা, তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। প্রি কোয়ার্টার ফাইনালে শুটআউটে স্পেনকে হারায় মরক্কো। এরপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট পাকা করেন হাকিমিরা। তবে এই অসাধারণ ফুটবলের মাঝেই বারবার শিরোনামে উঠে এসেছে মরক্কোর সমর্থকদের কীর্তি।