আবার বন্দে ভারত। এবার নতুন রুটে। পাটনা আর রাঁচির মধ্য়ে এই ট্রেন চলবে বলে সূত্রের খবর। আগামী ২৭ জুন থেকে এই ট্রেন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর নিয়মিতভাবে ২৮ জুন থেকে এই ট্রেন চলবে বলে সূত্রের খবর।
লাইভ হিন্দুস্তানের খবর অনুসারে পাটনা-রাঁচি বন্দে ভারতের বুকিংও শুরু হয়ে গিয়েছে। তবে অন্য় একটি রুটেও এবার বন্দে ভারত চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেটা হল কাটিহার থেকে বারানসী রুটে। এই নয়া রুটে বন্দে ভারত চালানোর ব্যাপারে কাজ অনেকটাই এগিয়েছে। এটা উত্তরপ্রদেশের সঙ্গে বিহার সীমাঞ্চলের যোগাযোগ রক্ষা করবে।
এদিকে এই কাটিহার থেকে বারানসী রুটে বন্দে ভারত চালানোর কথা জানাজানি হতেই বাসিন্দাদের মধ্য়ে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। কাটিহার ডিভিশনের কাছে এনিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের সবুজ সংকেত মিললে কাটিহার থেকে এই ট্রেন চালু হবে। কাটিহারে ট্রেনের রেক আনা হবে।
তবে এই ট্রেন চালু হলে শুধু কাটিহার নয়, আরারিয়া পূর্ণিয়া সহ বিরাট এলাকা জুড়ে মানুষ উপকৃত হবেন। এদিকে এই ট্রেনটি চালু করার ব্যাপারে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে।
বন্দে ভারত ট্রেনটি কীভাবে কোথায় মেরামত করা হবে সেই জায়গাটিও নির্দিষ্ট করা হচ্ছে। কাটিহারে সেই নির্দিষ্ট জায়গাটি ইতিমধ্য়েই রেলের আধিকারিকরা দেখে এসেছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বন্দে ভারতের রেক প্রথমে কাটিহার রেল ডিভিশনে আসবে। এরপর তার ট্রায়াল রান শুরু হবে সেই রানে সফল হলে ফের এই রুটে বন্দে ভারত ট্রেন চালু করা হবে।
হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এডিআরএম বিজয় চৌধুরী জানিয়েছেন, কাটিহার ডিভিশনের কিছু স্টেশনকে ছুঁয়ে যাবে এই বন্দে ভারত ট্রেন। তবে এছাড়া নির্দিষ্টভাবে আর কিছু জানাতে চাননি তিনি।
এদিকে গোটা দেশ জুড়েই বন্দে ভারত ট্রেনকে আরও সম্প্রসারিত করার উদ্যোগ। তারই অঙ্গ হিসাবে এবার বন্দে ভারতকে সম্প্রসারণ করা হবে।