বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রায় ১৮ কোটি টাকা দাম এই জুতোর! কারণ জানলে অবাক হবেন

প্রায় ১৮ কোটি টাকা দাম এই জুতোর! কারণ জানলে অবাক হবেন

ফাইল ছবি: টুইটার (Twitter)

এয়ার জর্ডন হল Nike-র বিখ্যাত বাস্কেটবল জুতো। ১৯৮৪ সালে মাইকেল জর্ডন প্রথম এয়ার জর্ডান জুতো পরেছিলেন। জুতোর রঙ ছিল লাল-কালো। এদিকে তখন NBA-র নিয়ম ছিল যে, জুতোয় সাদা সোল থাকতে হবে। নয় তো জরিমানা।

এক জোড়া জুতো। তারই দাম ২.২ মিলিয় মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮ কোটি টাকা। কেন? কারণ এই জুতো পরেই ১৯৯৮ সালের NBA-র ফাইনাল ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়ার মাইকেল জর্ডন। তাঁর নিজেরই ডিজাইন, নামাঙ্কিত এই জুতো পরে ঐতিহাসিক ম্যাচটি খেলেছিলেন তিনি। Sotheby-র নিলামে সেই জুতো সম্প্রতি ১৮ কোটি টাকার বিরাট অঙ্কে বিক্রি হয়েছে। 'দ্য লাস্ট ডান্স' সিজনের এই স্নিকার্সই এখন বিশ্বের সবচেয়ে দামি জুতো। আরও পড়ুন: নিলামে P7 নম্বরপ্লেটের দাম উঠল ১২২.৬ কোটি টাকা! কী এমন স্পেশাল ব্যাপার আছে?

'দ্য এয়ার জর্ডান 13 ব্রেডস': কালো এবং লাল রঙের এই একেবারে অন্যরকমের ডিজাইনের এই জুতো। শিকাগো বুলসের হয়ে ফাইনালের দ্বিতীয় খেলায় মাইকেল জর্ডন এই স্নিকার্স পরেছিলেন। এই খেলা 'দ্য লাস্ট ডান্স' হিসাবে মার্কিন মুলুকে বিখ্যাত।

জর্ডন এই খেলায় ৩৭ পয়েন্ট স্কোর করেছিলেন। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের জেরে শিকাগো বুলস জিতে যায়। উটাহ জ্যাজের বিপক্ষে ৯৩-৮৮ পয়েন্টে ম্যাচ জেতে শিকাগো বুলস। কেরিয়ারের ষষ্ঠ এবং শেষ এনবিএ ফাইনাল চ্যাম্পিয়নশিপ জিতে মার্কিন ক্রীড়া জগতের ইতিহাসে স্থান করে নেন তিনি।

মাইকেল জর্ডন একটি হারানো জ্যাকেট খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ জানাতে এই ম্যাচের পরে এক জ্যাজ বল বয়কে নিজের স্নিকার্স উপহার দেন।

এক জোড়া স্নিকারের সর্বোচ্চ দামের রেকর্ড এর আগে মার্কিন র‍্যাপ গায়ক কানয়ে ওয়েস্টের ঝুলিতে ছিল। তাঁর ডিজাইন করা এবং নামাঙ্কিত নাইকি এয়ার Yeezy 1s-এর এক জোড়া ২০২১ সালে ১.৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

Sotheby's এর আগে ১৯৯৮ সালের ফাইনালের উদ্বোধনী খেলায় মাইকেল জর্ডনের জার্সি নিলামে তুলেছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে সেটি ১০.১ মিলিয়ন মার্কিন ডলারের নিলামে উঠেছিল।

এয়ার জর্ডন হল Nike-র বিখ্যাত বাস্কেটবল জুতো। ১৯৮৪ সালে মাইকেল জর্ডন প্রথম এয়ার জর্ডান জুতো পরেছিলেন। জুতোর রঙ ছিল লাল-কালো। এদিকে তখন NBA-র নিয়ম ছিল যে, জুতোয় সাদা সোল থাকতে হবে। নয় তো জরিমানা।

কিন্তু ততদিনে জুতো এতটাই জনপ্রিয়তা পায় যে, নাইকি ঠিক করে, জরিমানা দিয়ে দিয়েই তারা এই জুতো স্পনসরশিপ জারি রাখবে। তারপর থেকে আজ পর্যন্ত এয়ার জর্ডন সমানভাবে জনপ্রিয়। বাস্কেটবল না খেললেও, শুধুমাত্র ফ্যাশানের জন্য আজও অনেকে পরেন। অবশ্য অরিজিনাল জুতোগুলির দাম আকাশছোঁয়া। ন্যূনতম ২০-৩০ হাজার টাকা থেকে দাম শুরু।

৮০-র দশকের সেই জুতোর কদর আজ বিশ্বজুড়ে। এতটাই বেশি যে আজ এসপ্ল্যানেডের ফুটপাথেও এয়ার জর্ডনের নকল রেপ্লিকা বিক্রি হয়।

আরও পড়ুন: মা-বাবার জন্য কলকাতায় ফ্ল্যাট কেনার স্বপ্ন অবশেষে পূর্ণ হবে শিলিগুড়ির রিচার

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন