বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah: উত্তরপূর্বের সরকার গঠন ঘিরে জোর তৎপরতা! অমিত শাহের বাসভবনে হাইভোল্টেজ বৈঠক

Amit Shah: উত্তরপূর্বের সরকার গঠন ঘিরে জোর তৎপরতা! অমিত শাহের বাসভবনে হাইভোল্টেজ বৈঠক

উত্তর পূর্বে সরকার গঠনে অমিত শাহের বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক।  PTI Photo)(PTI03_05_2023_000259A) (PTI)

উত্তর পূর্বে মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরায় সদ্য মিটেছে ভোটপর্ব। এরপর সেই সমস্ত রাজ্যে ভোটের পর সরকার গঠন নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহের বাড়িতে দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক চলে। উত্তর পূর্বের তিন রাজ্যের জয়ী শিবিরের হেভিওয়েট নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

উত্তর পূর্বের তিন রাজ্যেই এবার বিজেপির জোটের সরকার দেখা যেতে চলেছে বলে সূত্রের দাবি। এদিকে, সেই জল্পনার মাঝেই সরকার গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে রয়েছে বিজেপি ও জোট শিবিরে। উত্তর পূর্বে মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরায় সদ্য মিটেছে ভোটপর্ব। এরপর সেই সমস্ত রাজ্যে ভোটের পর সরকার গঠন নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহের বাড়িতে দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক চলে। উত্তর পূর্বের তিন রাজ্যের জয়ী শিবিরের হেভিওয়েট নেতারা সেখানে উপস্থিত ছিলেন। 

তবে উত্তর পূর্বের রাজ্যগুলির ভোট পর্বের মধ্যে ত্রিপুরায় কে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন, তা নিয়ে রয়েছে জল্পনা। সেই বিষয়ে অমিত শাহের পার্টির পাল্লা কোনদিকে ভারী থাকে তা নিয়ে রয়েছে জল্পনা। সূত্রের খবর, ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর মসনদে বসার জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন মানিক সাহা। যদিও বিজেপির একটি সূত্রের খবর প্রতিমা ভৌমিক ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এদিকে, নয়া দিল্লিতে অমিত শাহের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ছাড়াও বিজেপির সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিওরা ছিলেন উপস্থিত। অমিত শাহের সঙ্গে তাঁরা সকলে এই সরকার গঠন সম্পর্কে আলোচনা করেছেন। উল্লেখ্য, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নেফিউরিওর পার্টি ২৫ টি আসন দখল করে জয়ী হয়েছে। মেঘালয়ে কনরাড সাংমার দল এনপিপি শরিকি জোটের হাত বাড়িয়েছে বিজেপির দিকে। জানা গিয়েছে, বিজেপি সেদিকে সম্মতিও জানিয়েছে। আপাতত যা জানা গিয়েছে, তাতে জল্পনা, কনরাড সাংমাই হতে চলেছেন মেঘালয়ের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন,  তা নিয়ে জল্পনার পারদ চড়েছে। ( 'টুকড়ে টুকড়ে গ্যাংয়ের এটা বোঝা উচিত...', বিরোধীদের প্রতি আক্রমণ শানালেন রিজিজু)

এদিকে, এই বৈঠকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল মন্ত্রিসভায় শরিকি দলগুলির অনুপাত। ত্রিপুরা বাদে মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে কোন কোন দল কতগুলি মন্ত্রিসভার পদ পেতে চলেছে তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সূত্রের খবরে জানা যাচ্ছে, মেঘালয়ে দুই বিজেপি বিধায়কের মধ্যে একজন পাবেন মন্ত্রিসভায় আসন। নাগল্যান্ডের ক্ষেত্রে পরিস্থিতি কোনদিকে যাবে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশে। 

এদিকে, শুক্রবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিজেপি যদিও এই ইঙ্গিত দিয়েছেন যে, তিনিই আগামী দিনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন ত্রিপুরার। তবে যেভাবে ২০১৮ সালের তুলনায় বিজেপির ভোট অঙ্ক ত্রিপুরায় কমে গিয়েছে, তাতে বেশ কিছুটা জল্পনা উঠে এসেছে মানিক সাহার মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন
Live Score