লুধিয়ানা স্টেশনের ঠিক বাইরেই ছিল ট্রেনটি। আচমকাই দুজন দুষ্কৃতী যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে ঝাঁপ দেয়। এদিকে ফোন চুরি হয়েছে আঁচ করেই ২৫ বছর বয়সী ওই যুবক পালটা ঝাঁপ দেন ট্রেন থেকে। এর জেরে ওই যুবক মারাত্মকভাবে জখম হয়েছেন।
বিহারের বাসিন্দা ওই যুবকের নাম জিতেন্দর কুমার। তিনি কাটিহার- অমৃতসর এক্সপ্রেসে বিহার থেকে ফাগোয়ারাতে যাচ্ছিলেন। তিনি জানিয়েছেন, দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আচমকা দুজন আমার ফোন কেড়ে নিয়ে ছুটতে শুরু করে। এরপরই ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। পড়ে গিয়ে জখম হন। এরপর অজ্ঞান হয়ে যেতেই দুষ্কৃতীরা মানিব্যাগ নিয়েও পালায়। সেই মানিব্যাগে ২৩০০ টাকা ছিল।
এদিকে অন্যান্য রেলযাত্রীরা ওই ঘটনার ব্যাপারে রেলের স্টাফেদের জানান। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মাথায় ও হাতে চোট লেগেছে। তবে তাঁর বিপদ কেটে গিয়েছে।
পুলিশ জানিয়েছে ওই এলাকায় যে সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ দেখার চেষ্টা করা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। সোর্স মারফৎ দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ। গোটা ঘটনায় রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।