বাংলা নিউজ > ঘরে বাইরে > Appeal of Manipur CM: আমি সকলকে বার্তা দিচ্ছি…স্বাধীনতা দিবসে কী বললেন মণিপুরের মুখ্য়মন্ত্রী?

Appeal of Manipur CM: আমি সকলকে বার্তা দিচ্ছি…স্বাধীনতা দিবসে কী বললেন মণিপুরের মুখ্য়মন্ত্রী?

৭৭তম স্বাধীনতা দিবস। মণিপুর প্য়ারেড গ্রাউন্ডে পতাকা তুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। (ANI Photo) (N.Biren Singh twitter)

শুধু মুখ্যমন্ত্রীই নন, লাল কেল্লা থেকেও মণিপুরের জন্য় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গোটা দেশের মানুষ মণিপুরের মানুষের পাশে রয়েছেন।

মঞ্জিরী চিত্রে

৭৭তম স্বাধীনতা দিবস। মণিপুর প্য়ারেড গ্রাউন্ডে পতাকা তুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেই সঙ্গেই তিনি রাজ্য়ের বাসিন্দাদের কাছে অনুরোধ করেন, রাজ্যে শান্তি ফিরিয়ে আনুন। মণিপুরের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, আমি রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি শান্তি ফিরিয়ে আনুন। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন।

মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন শাহ জানিয়েছেন, আমি সকলের কাছে আবেদন করছি, হিংসার সমাপ্তি করুন এবার, সকলে মিলে একসঙ্গে আগের মতো বসবাস করুন। সেই সঙ্গেই তিনি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পরে জানান, জাতীয় পতাকা আমাদের ঐক্য, বৈচিত্র, আমাদের প্রতিটি নাগরিকের ভবিষ্যতের ভালো কিছুর জন্য আমাদের যে প্রতিশ্রুতি তারই প্রতীক।

এর আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এক্সে একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই পবিত্র মুহূর্তে তেরঙাকে স্যালুট করুন। স্বপ্ন আর প্রগতির ভাবনাকে জাগরিত করুন।

কার্যত স্বাধীনতা দিবসে সমস্ত রাজ্যবাসীর কাছে শান্তির বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী। তবে শুধু মুখ্যমন্ত্রীই নন, লাল কেল্লা থেকেও মণিপুরের জন্য় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গোটা দেশের মানুষ মণিপুরের মানুষের পাশে রয়েছেন। তিনি বলেন, সমস্ত সংঘাতকে থেকে উত্তোরণের জন্য় একটাই পথ। সেটা হল শান্তি। কেন্দ্রীয় সরকার ও মণিপুর সরকার যত শীঘ্র সম্ভব রাজ্য়ে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সেই ৩ মে থেকে মণিপুরে অশান্তির সূত্রপাত। ভয়াবহ হিংসা। অন্তত ১৬০জন মানুষের প্রাণ চলে গিয়েছে। ৫০,০০০ মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। গত ৪ মে একটি ভিডিয়ো সামনে এসেছিল। সেখানে দুজন মহিলাকে বিবস্ত্র অবস্থা প্রকাশ্য় রাস্তায় হাঁটতে বাধ্য় করা হয়েছিল বলে অভিযোগ। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। পরবর্তীতে মণিপুর ইস্যুতে বিরোধীরাও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তির ছুঁড়েছিল। তবে এবার স্বাধীনতা দিবসের পূণ্য প্রভাতে রাজ্যবাসীর জন্য শান্তির বার্তা দিলেন সেই রাজ্যের মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গেই মণিপুরের জন্য় বার্তা দিলেন প্রধানমন্ত্রীও।

 

বন্ধ করুন