বাংলা নিউজ > ঘরে বাইরে > Post Poll Violence Case: ভিনরাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলা নিয়ে যাওয়ার আবেদন, এল সুপ্রিম স্থগিতাদেশ

Post Poll Violence Case: ভিনরাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলা নিয়ে যাওয়ার আবেদন, এল সুপ্রিম স্থগিতাদেশ

ভোট পরবর্তী হিংসার ছবি কোচবিহারে (ফাইল ছবি : এএনআই)

২০২১ সালের ভোটের ফলাফল ঘোষণার পরে ভোট পরবর্তী হিংসার কেঁপে উঠেছিল বাংলা। বিরোধীদের উপর নেমে এসেছিল প্রতিহিংসার আগুন। ভয়াবহ পরিস্থিতি। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বহু কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন।

ভোট পরবর্তী  হিংসার ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে গোটা বাংলা কার্যত উত্তাল হয়েছিল। এনিয়ে চাপানউতোর কিছু কম হয়নি। এদিকে মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল। তবে এবার এনিয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 

এদিকে ভোট পরবর্তী হিংসার এই মামলাগুলি কলকাতা সহ জেলার বিভিন্ন সিবিআই আদালতে ট্রায়াল হচ্ছিল। আগামী ১১ মার্চ হবে এই মামলার পরবর্তী শুনানি। সেটা হবে সুপ্রিম কোর্টে। 

এদিকে কেন এই মামলাগুলিকে তারা অন্য় রাজ্যে স্থানান্তর করতে চান তার পক্ষেও তারা মতামতি দিয়েছে। সিবিআই আদালতে দাবি করেছিল পশ্চিমবঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত আধিকারিকদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকী সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে মামলাগুলিকে অন্য রাজ্যে স্থানান্তর করা অত্যন্ত দরকার। এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বৃহস্পতিবার এনিয়ে নির্দেশ জারি করেন। তিনি জানিয়ে দেন সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হচ্ছে। 

এদিকে ২০২১ সালের ১২ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে এই মামলা নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করেছিল।তবে সিবিআইও এই মামলাকে অন্য় রাজ্যে স্থানান্তরিত করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এবার সুপ্রিম কোর্ট তা নিয়ে কী অবস্থান নেয় সেটাই দেখার। তবে আপাতত এনিয়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

তবে এনিয়ে সুপ্রিম নির্দিষ্ট কয়েকটি নির্দেশ দিয়েছে। বলা বয়েছে রাজ্য পুলিশের ডিজিকে এনিয়ে ব্যক্তিগতভাবে আদালতে হলফনামা জমা দিতে হবে।  

এদিকে ২০২১ সালের ভোটের ফলাফল ঘোষণার পরে ভোট পরবর্তী হিংসার কেঁপে উঠেছিল বাংলা। বিরোধীদের উপর নেমে এসেছিল প্রতিহিংসার আগুন। ভয়াবহ পরিস্থিতি। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বহু কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। এদিকে  হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই তদন্তের ব্যাপারে। কিন্তু বাস্তবে দেখা যায় রাজ্য সরকার সেই সিবিআই তদন্ত ঠেকাতে একেবারে উঠেপড়ে লেগেছে। কিন্তু শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে। এরপর শুরু হয় ধরপাকড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকজনকে গ্রেফতারও করা হয়। 

পরবর্তী খবর

Latest News

IND vs BAN: দারুণ খেলল ভারত, তবু কেন আক্ষেপ করছেন সঞ্জয় মঞ্জরেকর গুরুগ্রামে Wrong Side দিয়ে আসা SUVর ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু,জামিন নিয়ে প্রশ্ন ‘আমি জনসমক্ষে স্নানও করেছি…’,আবির-ঋতাভরীর রোম্যান্সে ভরা বহুরূপীর ‘আজ সারা বেলা’ টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই, জমা পড়ল আবেদন দেবাংশুর পুরুষত্ব নিয়ে প্রশ্ন মৌসুমীর! বদন বিগড়েছে নিয়ে টলিউডকে জবাব TMC নেতার ‘চিনের বাজারে আরও ভারতীয় পণ্যকে..’ ভিসা সহ একাধিক ইস্যুতে কৌশলী চিনা রাষ্ট্রদূত যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল, এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার কথা, কী বলছেন জয়জিৎ? এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন! রেগে লাল রোহিত শর্মা গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই জেলমুক্তি কেষ্টর সতীর অধঃওষ্ঠ থেকে নাম অট্টহাস! বর্ধমানের জঙ্গলঘেরা এই মন্দিরে পৌঁছবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.