আরও এক হাড়হিম করা ঘটনা উত্তর প্রদেশে। সেখানে খুরজা এক কলেজ ছাত্রীর গায়ে বছর ২৫ এর এক যুবক থুতু ফেলে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে যান তরুণী। অভিযোগ, এরপরই তাঁকে ছুরি নিয়ে এসে হামলা করে ওই যুবক। ছুরির কোপ চালায় তরুণীর মুখে।
এমন শিউরে ওঠার মতো ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় উত্তরপ্রদেশের খুরজা এলাকা। পুলিশ জানিয়েছে, ‘সাক্ষী নামের ওই তরুণী যাচ্ছিলেন তাঁর পলিটেকনিক কলেজে। অভিযোগ সেই সময়ই ২৫ বছর বয়সী সোনু নামের এক যুবক তাঁর পোশাকে থুতু ফেলে। তরুণী ঘটনার বিরোধিতা করেন। এরপরই সোনু ছিরি বসে দেয় তরুণীর মুখে, বলে অভিযোগ।’ জানা গিয়েছে, ঘটনার পর পুলিশ অভিযুক্ত সোনুে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ৩০৭ ধারায় দায়ের করা হয়েছে মামলা। খুরজা পুলিশ জানিয়েছে, ঘটনার পর আহত তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু হয়। পরে তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল।
উল্লেখ্য, উত্তর প্রদেশের বুকে সংঘাত চরম সীমায় উঠে যাওয়ার নানান ঘটনা উঠে আসে সময়ে সময়ে। সদ্য দেবারিয়া এলাকায় ধানের তুষ কোথায় রাখা হবে তা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। তাঁদের মধ্যে একজনের পেটে গুলি করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এরই মাঝে উত্তরপ্রদেশে আরও এক সিরিয়াল কিলারের নাম উঠে এসেছে। সে অযোধ্যা ও বারাবাঁকি এলাকায় সিরিয়াল কিলারের উপদ্রব বেশ কয়েকদিন ধরে এলাকাবাসীকে উদ্বেগে ছিলেন। তারপরই পুলিশ নামে তদন্তে। গঠন হয় বিশেষ এসটিএফের টিম। চলে ধরপাকড় খোঁজ। শেষেমেশ ৩ জন বৃৃদ্ধাকে খুন করার অপরাধে অভিযুক্ত সিরিয়াল কিলারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। প্রায় এক মাসের টানা তল্লাশির পর এটি সম্ভব হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup