বাংলা নিউজ > ঘরে বাইরে > মে'তে চাকরি হারিয়েছেন ১.৫৩ কোটি ভারতীয়, সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা

মে'তে চাকরি হারিয়েছেন ১.৫৩ কোটি ভারতীয়, সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা

মে'তে চাকরি হারিয়েছেন ১.৫৩ কোটি ভারতীয়, সিঁদুর মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

এপ্রিল এবং মে'তে বেতনভুক এবং বেতনহীন চাকরিজীবীর সংখ্যা কমেছে ২.৩ কোটির বেশি।

করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই বেহাল দশা। তারমধ্যেই অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আশায় বড়সড় ধাক্কা দিল বেকারত্বের পরিসংখ্যান। ‘সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’-র (সিএমআইই) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মে'তে চাকরি হারিয়েছেন কমপক্ষে ১.৫৩ কোটি ভারতীয়। যা সরকারি ক্রেতাদের ব্যয়ের প্রবণতা এবং অর্থনীতির ঘুরে দাঁড়ানোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশে চাকরিজীবী মানুষের সংখ্যা ছিল ৩৯ কোটির বেশি। গত মাসে তা কমে দাঁড়িয়েছে ৩৭.৫ কোটির মতো। এপ্রিল এবং মে'তে বেতনভুক এবং বেতনহীন চাকরিজীবীর সংখ্যা কমেছে ২.৩ কোটির বেশি। সেই সময় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হাঁটে। ফলে একাধিক রাজ্যে থমকে যায় অর্থনৈতিক কর্মকাণ্ড। তার ফলে গত বছরের জুলাই থেকে অর্থনীতি যে ঘুরে দাঁড়ানোর রাস্তায় যাচ্ছিল, তা ফের বন্ধ হয়ে যায়। কমে যায় কর্মসংস্থানের সুযোগ। আরও বেশি সংখ্যক মানুষ চাকরির সন্ধান করতে থাকেন। কিন্তু অভাব পড়ে চাকরির। 

বিশেষজ্ঞদের বক্তব্য, বেতনভুক চাকরির ক্ষেত্রে করোনা মহামারীর প্রভাব তবুও কম পড়েছে। যেটুকু পড়েছে, তা মূলত শহরাঞ্চলেই সীমিত রয়েছে। কিন্তু ব্যবসা, ছোটো ব্যবসায়ী, দিনমজুরদের উপর করোনার মারাত্মক প্রভাব পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে ১২.৭ কোটির বেশি মানুষ ছোটো ব্যবসা এবং দিনমজুরির কাছে যুক্ত ছিলেন। মে'তে তা কমে গিয়েছে ১.৭ কোটির মতো। তার জেরে অনেকেই কৃষির সঙ্গে জড়িত বিভিন্ন কাজ শুরু করেছেন। শুধুমাত্র মে মাসেই ৯০ লাখের মতো মানুষ কৃষি সংক্রান্ত কাজ শুরু করেছেন। তারইমধ্যে আবার গ্রামীণ এলাকায় বেতনভুক চাকরি বেড়েছে ১৪ লাখের মতো। কিন্তু শহরাঞ্চলে তা কমেছে ১২.২২ লাখ।

ইনস্টিটিউট অফ ইকোনকিম গ্রোথের অর্থনীতির অধ্যাপক অরূপ মিত্র বলেন, ‘গত বছরের লকডাউনের জেরে চাপে ছিল চাকরির বাজার। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পরিস্থিতি ভালো ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউ আরও বেশি মাত্রায় ক্ষতি করেছে। আমরা ধর্তব্যে আনছি না যে চাকরি হারানোর অর্থ হল ব্যক্তিগত চাহিদা কমবে। মানুষ চাকরি হারানোর প্রভাব পড়বে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার উপর। যদি ক্রেতার উপার্জন না হয়, তিনি খরচ করবেন না।’ সঙ্গে তিনি বলেন, 'অকৃষিকাজ সংক্রান্ত কর্মকাণ্ডের সুযোগ কমেছে গ্রামে। সেখানে কর্মীর সংখ্যা বেশি। মানুষ যে কৃষিকাজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, তা আদৌও কার্যকরী কিনা, তা আলাদা বিতর্কের বিষয়। তবে এটার অর্থ যে অনেক মানুষ একই কাজ করছেন। তার ফলে উৎপাদনশীলতা কমছে। সঙ্গে কমছে আয়।'

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে প্রভাসের ছবি LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC MBSG-OFC সেমির দ্বিতীয় লেগে হাউসফুল যুবভারতী,বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ম্যাচ রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব? মে দিবসে কি বন্ধ থাকবে সোনাগাছি? যৌনকর্মীদের ছুটি! সত্যিটা জেনে নিন স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা?

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.