বাংলা নিউজ > ঘরে বাইরে > Britain Royal Family: রানি এলিজাবেথের পছন্দের নাতি কি প্রিন্স হ্যারিই? রাজ পরিবারের অন্দরে সদ্য কী ঘটেছিল!

Britain Royal Family: রানি এলিজাবেথের পছন্দের নাতি কি প্রিন্স হ্যারিই? রাজ পরিবারের অন্দরে সদ্য কী ঘটেছিল!

ব্রিটেনের রাজ পরিবারের সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক কেমন? REUTERS/Tom Nicholson/File Photo (REUTERS)

হ্যারিকে রাজ পরিবার ‘ট্যাগ’ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রানিকে অনেকেই বারণ করেছিলেন। তবে নাতি প্রিন্স হ্যারির প্রতি রাজরানি এলিজাবেথের প্রবল অপত্য স্নেহই এক্ষেত্রে শেষ কথা বলেছিল। রয়্যাল কমেন্টেটর বলছেন, ‘উনি রানিকে রাজি করানোর ক্ষেত্রে খুবই পটু।’

ব্রিটেনের রাজ পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য ছেড়ে বেরিয়ে এসেছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। বিষয়টি যে ব্রিটেনের রাজ পরিবারের কাছে খুব একটা পছন্দের ছিল না, তা বলাই বাহুল্য। ব্রিটিশ মিডিয়াতেও তা নিয়ে কম আলোচনা হয়নি। প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর এই ঘটনাও বেশ দাগ কেটেছিল ব্রিটেনের বুকে। তবে যাঁকে কেন্দ্র করে এই ঘটনা সেই ঘটনা প্রবাহের একদিকে যদি হ্যারি থাকেন, তাহলে অন্যদিকে অবশ্যই প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

তবে জানেন কি, এলিজাবেথ চার্লসের দুই সন্তান উইলিয়াম ও হ্যারির মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন এই হ্যারির প্রতিই! রয়্যাল কমেন্টেটার কিনসে স্কফিল্ড এই তথ্য সদ্য জানিয়েছেন। তিনি বলছেন, রানি এলিজাবেথের প্রতি ছোট থেকেই হ্যারির আবদার ছিল বেশি। পরবর্তীকালে ডিউক অফ সাসেক্স পদাধীকার পেয়েও হ্যারি তা ছেড়ে রাজ পদ থেকে সরে দাঁড়াতেও পেরেছিলেন ঠাকুমা এলিজাবেথের জন্য। স্কফিল্ড বলছেন, এলিজাবেথকে বুঝিয়ে রাজ পরিবারের ‘ট্যাগ’ থেকে হ্যারি মুক্ত হতে পেরেছিলেন শুধু একটিই কারণে, কারণ তিনি রানি দ্বিতীয় এলিজাবেথকে রাজি করতে পেরেছিলেন, আর তা পেরেছিলেন আবদার ও স্নেহের বশে। হ্যারিকে রাজ পরিবার ‘ট্যাগ’ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রানিকে অনেকেই বারণ করেছিলেন। তবে নাতি প্রিন্স হ্যারির প্রতি রাজরানি এলিজাবেথের প্রবল অপত্য স্নেহই এক্ষেত্রে শেষ কথা বলেছিল। রয়্যাল কমেন্টেটর বলছেন, ‘উনি রানিকে রাজি করানোর ক্ষেত্রে খুবই পটু।’ 

আগামী সময়ে প্রিন্স হ্যারির লেখা একটি বইও প্রকাশিত হতে চলেছে বলে খবর। যে বই  রানি এলিজাবেথের মৃত্যুর বহু আগে লেখা শুরু করেছিলেন হ্যারি বলে খবর। তবে এই বইরে প্রকাশ মাঝে খানিকদিনের জন্য স্থগিত রাখা হয়। ‘স্পেয়ার’ শীর্ষক এই বইতে ব্রিটেনের রাজ পরিবারের নানান গোপন তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, পুরনো তিক্ততা ভুলে গিয়ে সদ্য প্রিন্স চার্লস ও ক্যামেলিয়া পার্কার এবং দাদা উইলিয়াম ও তাঁর স্ত্রী প্রিন্সেস কেট মিডলটনের সঙ্গে দেখা করেন প্রিন্স হ্যারি। জানা যায়, ব্রিটেনের রাজ পরিবারে কেবল মাত্রা উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস কেট যিনি সম্পর্কে হ্যারির বৈদি, তাঁর সঙ্গেই হ্যারির সম্পর্ক খুব ভালো। দুজনেই প্রায়সই কথা বার্তা বলে থাকেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন