বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar Assembly Polls: ভোটের সময় রাহুল পিকনিকে মজেছিলেন, দাবি আরজেডি-র

Bihar Assembly Polls: ভোটের সময় রাহুল পিকনিকে মজেছিলেন, দাবি আরজেডি-র

আরজেডি-র অভিযোগ, বিহার বিধানসভা নির্বাচনের সময় রাহুল শিমলায় তাঁর বোনের বাড়িতে পিকনিক করছিলেন।

নির্বাচনের সময় রাহুল শিমলায় তাঁর বোনের বাড়িতে পিকনিক করছিলেন, অভিযোগ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির।

সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে খারাপ ফল করার জন্য এই প্রথম প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলল মহাগঠবন্ধন শরিক আরজেডি। সমালোচনার কোপ থেকে বাদ পড়লেন না রাহুল গান্ধীও।

রবিবার দলের বর্ষীয়ান নেতা শিবানন্দ তিওয়ারি শতাব্দী প্রাচীন দলের বিরুদ্ধে নির্বাচনে গা-ছাড়া মনোভাবের অভিযোগ তোলেন। মুখস্পষ্ট বক্তা হিসেবে পরিচিত তিওয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও ছাড় দেননি। তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের সময় অনুপস্থিত থেকে বোন তথা উত্তর প্রদেশের দায়িত্বে থাকা এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার শিমলার বাড়িতে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন রাহুল। 

তিন দফার বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সংগ্রহে এসেছে ৭০টির মধ্যে মাত্র ১৯টি আসন। এর জেরে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের অন্দরে গুঞ্জন শুরু হয় যে, কংগ্রেসের খারাপ ফলের কারণেই এনডিএ-র কাছে স্বল্প ব্যবধানে হার স্বীকার করতে হয়েছে।

তিওয়ারির অভিযোগ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে বয়সে অনেক ছোট রাহুল গান্ধী। কিন্তু রাহুলের চেয়ে অনেক বেশি সংখ্যক প্রচারসভা করেছেন মোদী। আসন বণ্টনের সময় কংগ্রেস ৭০টি আসন চেয়ে নিয়েছিল। কিন্তু তার জন্য ৭০টি প্রচারসভাও তারা করেনি। এতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিহার বিধানসভা নির্বাচনে যথেষ্ট চেষ্টা করেনি কংগ্রেস। নির্বাচনের সময় রাহুল শিমলায় তাঁর বোনের বাড়িতে পিকনিক করছিলেন। এ ভাবে কি কোনও দল চালানো যায়? দল পরিচালনায় কংগ্রেসের গুরুত্বহীন প্রচেষ্টার জেরে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে প্রকারান্তরে বিজেপি-কেই তারা সাহায্য করেছে।’

একই সঙ্গে ২০১৭ সালের লোক সভা নির্বাচনে উত্তর প্রদেশে খারাপ ফলের জন্যও রাহুল গান্ধীকে দায়ী করেছেন আরজেডি নেতা। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে হাত মিলিয়েও শেষ পর্যন্ত ৪০৩টি আসনের মধ্যে মাত্র ৫৪টি আসন জিততে পেরেছিল কংগ্রেস।

তিওয়ারির দাবি, দলের মধ্যে পরিবর্তনের আবহ আনতে ব্যর্থ কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে গুলাম নবি আজাদ, শশী থারুর, মনীশ তিওয়ারির মতো শীর্ষস্থানীয় নেতারা কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর কাছে বড়সড় পরিবর্তন ঘটানোর আবেদন জানালেও তা শোনা হয়নি। 

এমনকি প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে আক্রমণ হেনে প্রাক্তন আরজেডি সাংসদ অভিযোগ করেন, ‘সম্প্রতি উত্তর প্রদেশে চার আসনে উপ-নির্বাচনে সাতটি আসনের মধ্যে চারটিতেই জমানত জব্দ হয় কংগ্রেসের। এ ভাবেই উত্তর প্রদেশে দলের দায়িত্ব পালন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।’

তিনি বলেন, ‘আমরা এক শক্তিশালী কংগ্রেসকে দেখতে চাই। আজ গণতন্ত্র বিপন্ন। বিশেষ করে বিজেপি-র শাসনে দেশে বিপুল হারে নাগরিকের স্বাধীনতা হরণ করা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, পরিস্থিতি পরিবর্তনের জন্য নিজের সর্বশক্তি প্রয়োগ করছে না কংগ্রেস। দল হিসেবে কংগ্রেসের উচিত বিজেপি-র কাছে জোট রাজনীতি সম্পর্কে শিক্ষা নেওয়া। বিহার নির্বাচনে জোটসঙ্গীর প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করেছে কেন্দ্রের শাসকদল। জেডি-ইউ মাত্র ৪৩টি আসন পেলেও নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রীর আসনে বসাতে রাজি হয়েছে বিজেপি।’

বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর এক মহাগঠবন্ধন শরিক সিপিআইএমএল-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর মতে, ‘কংগ্রেসের খারাপ ফলের জন্য দায়ী ভুল প্রার্থী নির্বাচন এবং প্রচারে যথেষ্ট গুরুত্ব আরোপ না করা। নিজেদের খামতিগুলি তাদের খতিয়ে দেখা উচিত।’ 

নির্বাচন পরবর্তী আচরণে মহাজোটের ভিতরে এর মধ্যেই ভাঙনের আভাস দেখা দিয়েছে। বোঝা যাচ্ছে, আরজেডি-র সঙ্গে কংগ্রেসের মধুচন্দ্রিমার মেয়াদ ফুরিয়ে এসেছে। বিশে, করে বিধানসভায় ৭৫টি আসন জেতার পরে সনিয়া-রাহুলদের যে বিশেষ পাত্তা দিতে রাজি নয় লালুপ্রসাদ যাদবের দল, তাক্রমেই স্পষ্ট হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল

Latest IPL News

২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.