এখন আবার সুপারবাইকের যুগ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন আপনি। সেই সময় শুনলেন কান ফাটানো আওয়াজ। সামনে দিয়ে বিদ্যুৎগতিতে বেরিয়ে গেল সুপার বাইক। আর সেই সুপার বাইকে চেপে নানা কসরৎ দেখান অনেকে। তবে তাতে জীবনের ঝুঁকিও থাকে। আর ইউটিউবে তেমনি একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে সুপারবািকের সঙ্গে পাল্লা দিচ্ছে বাজাজ পালসারের আরোহী। আর তারপরেই বিপত্তি!
সেখানে Z900 সুপার বাইকের ক্যামেরায় গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। কাওয়াসাকি নিনজা সুপারবাইকের সঙ্গে বাজাজ NS200-এর লড়াই। সেই ভিডিয়ো দেখলে হাত পা ঠান্ডা হয়ে যাবে। সেখানে দেখা গিয়েছে বাজাজের বাইকে দুজন চেপে রয়েছেন। তাদের মাথায় হেলমেটও নেই। প্রচন্ড গতিতে চলছে সেই বাইক।মাঝেমধ্যেও স্টান্টও চলছে পুরোদমে।
আর সব থেকে বড় কথা, গতি তার এতটাই বেশি যে নিনজাকেও ছাপিয়ে যাচ্ছে। প্রতিবারই প্রায় হারের মুখে পড়ছে। কিন্তু হারবেন না কিছুতেই। কিন্তু শেষ রক্ষা হল না। রাস্তাতেই পিছলে পড়ে গেলেন ওই বাইক আরোহী। আঘাত পেয়েছেন ওই বাইক আরোহী। ছিটকে পড়ে অন্তত ২০ ফুট দূরে চলে যান ওই বাইক আরোহী। একেবারে ঘষটাতে ঘষটাতে ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তারা। কিন্তু এভাবে প্রচন্ড গতিবেগে বাইক চালানোর ফল কী হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা।
তবে বাইকটি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এভাবে বেপরোয়া গতিতে বাইক চালানোর পরিণতি ভয়াবহ হতে পারে। এভাবে বাইক চালিয়ে শুধু নিজের ক্ষতি নয়, আপনি অন্য পথচারীরও ক্ষতি ডেকে আনতে পারেন। সারাজীবনের জন্য় পঙ্গু হয়ে যেতে পারেন। বাড়িতে প্রিয়জন অপেক্ষা করে থাকেন। তাঁদের জীবনেও নেমে আসতে পারে বিপর্যয়। হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে আবেদন, বেপরোয়া ভাবে বাইক চালাবেন না। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার জীবন অত্যন্ত মূল্যবান। যে কোনও সময়্ বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। রাস্তা কোনওভাবেই স্টান্টবাজির জায়গা নয়।