সবেই হাসপাতালে জন্মগ্রহণ করেছে যমজ সন্তান। কিন্তু দুই সদ্যোজাত সন্তান এবং স্ত্রী'র কাছে না গিয়ে চেন্নাই বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে এলেন বিজেপি নেতা। তাঁকে স্বাগত জানালেন। আর সেই ঘটনায় আপ্লুত হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিজেপি নেতাদের এরকম ‘ভালোবাসায়’ আবেগপ্রবণ হয়ে পড়েন। সেইসঙ্গে দলে এরকম নেতা থাকায় গর্ববোধও করেছেন মোদী। তবে ওই বিজেপি নেতাকে বকাও দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই নেতাকে তিনি বলেন যে দুই সদ্যোজাত সন্তান এবং স্ত্রী'র কাছে যাওয়া উচিত ছিল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ওই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চেন্নাই অবতরণের পরে মোদীকে স্বাগত জানাতে অনেকে হাজির ছিলেন। তাঁদের মধ্যে থেকে একজন নেতা হাতজোড় করে মোদীকে বলতে থাকেন যে ‘আপনার অবতরণের আগে আমরা যমজ সন্তান হয়েছে। আপনার আশীর্বাদ চাই।’ তা শুনে হাসিমুখে মোদী বলেন, ‘আরে, দারুণ।’
সেইসঙ্গে ওই নেতার পিঠে চাপড়ে দেন মোদী। আর তিনি জানতে চান, ‘সবাই ঠিক আছে? তিনজনের স্বাস্থ্য ঠিক আছে?’ তখন ওই নেতা বলেন, ‘কথাই হয়নি। আপনার সঙ্গে দেখা করতে এসেছি।’ তা শুনে ভালাবাসার সুরে বকুনি দেওয়ার মতো করে প্রধানমন্ত্রী বলেন যে ‘আরে এরকম করে নাকি।' তারপর তিনি এগিয়ে যান এবং অপর এক নেতার নমস্কার করেন।
পরবর্তীতে সেই বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জানান মোদী। ওই নেতার সঙ্গে নিজের ছবি পোস্ট করে মোদী লেখেন, 'খুব বিশেষ সাক্ষাৎ। চেন্নাই বিমানবন্দরে আমায় স্বাগত জানাতে হাজির ছিলেন আমাদের এক কার্যকর্তা অশ্বনাথ পিজাই জি। উনি আমায় জানান যে তাঁর স্ত্রী এইমাত্র যমজ সন্তান প্রসব করেছেন। কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি অশ্বনাথ। আমি বললাম যে ওঁনার এখানে আসা উচিত হয়নি। সেইসঙ্গে তাঁকে ও তাঁর পরিবারকে আশীর্বাদ করলাম।'
সেইসঙ্গে মোদী বলেন, ‘এটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে আমাদের দলে এরকম কার্যকর্তা আছেন। যাঁরা দলের জন্য সবকিছু উজাড় করে দিতে পারেন। আমাদের কার্যকর্তাদের এরকম ভালোবাসা এবং আবেগ দেখে আমিও আবেগতাড়িত হয়ে পড়ি।’ যে মোদী লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আরও একদফায় দক্ষিণ ভারতে গিয়েছেন।