বিহারে বিজেপি প্রধান সম্রাট চৌধুরী সদ্য রাহুল গান্ধীর দাড়ির সঙ্গে জঙ্গিনেতা ওসামা বিন লাদনের লুকের তুলনা করেন। এরপরই সেই ইস্যুতে সরব হন আরজেডির সাংসদ মনোজ ঝা। বিজেপির সম্রাট চৌধুরীকে পাল্টা বার্তায় মনোজ ঝা বলেন, ‘এই দেশে কোটি কোটি লোকজন দাড়ি রাখেনষ তাঁরা কি সবাই ওসামা বিন লাদেন?’
উল্লেখ্য, সম্রাট চৌধুরী সদ্য একটি ভাষণে বলেন, রাহুল গান্ধীর ‘দাড়ি বাড়ছে ওসামা বিন লাদেনের মতো’। সেই ইস্যুতেই সদ্য মুখ খুলেছেন আরজেডি নেতা মনোজ ঝা। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে গেলে একটি অবস্থান নিন। তবে সম্রাটজির সমস্যা রয়েছে। তিনি গিরিরাজজির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন, যিনি গডসেকে দেশের সুপুত্র সন্তান বলে উল্লেখ করেছিলেন।’ উল্লেখ্য, এর আগে, কটাক্ষের সুরে সম্রাট চৌধুরী বলেন, রাহুল গান্ধী দাড়ি গজিয়ে যাচ্ছেন ওসামা বিন লাদেনের মতো করে, আর ভাবছেন তিনি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হবেন।
এছাড়াও ওই বক্তব্যে সম্রাট চৌধুরী, রাহুল গান্ধীকে ‘বাচ্চা ছেলে’ বলেও উল্লেখ করেন। তিনি সুর চড়িয়ে বলেন, ৫০ বছর বয়সী রাহুলের কোনও রাজনৈতিক বুদ্ধিমত্তা নেই বলে তিনি দাবি করেন। রাহুলের বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ‘বাচ্চা ছেলে’র বুদ্ধিমত্তার তুলনা করেন বলে অভিযোগ। কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রা চলাকালীন বহুবারই রাহুল গান্ধী তাঁর দাড়ি নিয়ে সমালোচিত হয়েছেন। বহুজনই তাঁর পোশাক থেকে শুরু করে দাড়ি নিয়ে মন্তব্য করেছেন। এরমধ্যে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত বিশ্বশর্মা সেই সময় একটি টুইটে রাহুলের সঙ্গে সাদ্দাম হুসেনের তুলনা টানেন। হিমন্ত লেখেন,'আমি শুধু দেখলাম তার চেহারাও বদলে গেছে। আমি কয়েকদিন আগে একটি টিভি সাক্ষাত্কারে বলেছিলাম যে তার নতুন চেহারাতে কোনও ভুল নেই। কিন্তু আপনাকে যদি চেহারা বদলাতেই হয়, অন্তত সর্দার বল্লভভাই প্যাটেল বা এমনকি জওহরলাল নেহেরুর মতো তৈরি করুন। গান্ধীজির মতো দেখতে হলে ভালো হয়। তবে আপনার মুখটা কেন সাদ্দাম হুসেনের মতো লাগছে?'