সম্প্রতি একটি ইংরেজি খবরের চ্যানেলে সাক্ষাতকারের সময় 'বিজেপি সমর্থক' হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। মোদী স্তুতি করতে গিয়ে মহাত্মা গান্ধী থেকে শুরু করে সুভাষ চন্দ্র বসু সবাইকে তিনি একপ্রকার অপমানই করেছিলেন। আর তাঁর সেই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মামলা রুজু হল মুম্বইতে। আম আদমি পার্টির জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান প্রীতি মেনন মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিজেপি নেতা বরুণ গান্ধীও তোপ দাগেন কঙ্গনাকে।
কঙ্গনা বলেছিলেন, 'ভারতের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছিল। ১৯৪৭ সালে যেটা ছিল, সেটা ভিক্ষা।' এরপরই বরুণ গান্ধী কঙ্গনাকে তোপ দেগে বলেন, 'কখনও মহাত্মা গান্ধীর আত্মত্যাগকে অপমান, কখনও তাঁর হত্যাকারীর প্রশংসা, আর এখন মঙ্গল পান্ডে, রানি লক্ষ্মীবাই, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের প্রতি ঘৃণা। এই চিন্তাকে পাগলামি নাকি দেশদ্রোহিতা বলব?'
এদিকে কংগ্রেস নেতা গৌরব পন্ধি টুইট করে লেখেন, 'আরএসএস কখনই মেনে নিতে পারেনি যে তাদের ব্রিটিশ প্রভুরা ১৯৪৭ সালে চলে যেতে বাধ্য হয়েছিল। তাদের দাসত্বের কোন সীমা ছিল না। আশ্চর্যের কিছু নেই যে তারা অর্ধ শতাব্দী ধরে তেরঙ্গা উত্তোলন করেনি। ২০১৪ সালে দাসত্বের প্রত্যাবর্তন ছিল তাদের 'স্বাধীনতা'। কঙ্গনা রানাউত তাদের মধ্যে একজন।'