ভ্যালেন্টাইনস ডে'তে হাতকড়া বা ‘হ্যান্ডকাফ’-র জন্য রেকর্ড ‘সার্চ’ হয়েছে। সন্ধ্যা সাতটা হতে না হতেই আর পাঁচটা বুধবারের তুলনায় চারগুণ বেশি কন্ডোমের অর্ডার এসে গিয়েছে। এমনই সব তথ্য জানালেন ব্লিঙ্কইটের সিইও আলবিন্দর ডিন্ডসা। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন যে রাতের দিকে কন্ডোমের অর্ডার আরও বাড়বে। ফলে শেষপর্যন্ত বিক্রিত কন্ডোমের সংখ্যাটা আরও কয়েকগুণ বেশি হয়ে যেতে পারে। আর সেইসব পরিসংখ্যান দেখে হাসি থামাতে পারেননি নেটিজেনদের একাংশ। পুরো বিষয়টি নিয়ে মজা করেছেন ব্লিঙ্কইটের কর্তাও। ভ্যালেন্টাইনস ডে'তে আর কী কী বিক্রি বেশি হয়েছে, তাও জানিয়েছেন তিনি।
কত কন্ডোম বিক্রি হল ভ্যালেন্টাইনস ডে'তে?
বুধবার সন্ধ্যা ৭ টা ৩৩ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ব্লিঙ্কইটের কর্তা বলেন, ‘আজকের শেষ পরিসংখ্যান (অনেকে এটা জানার জন্য অপেক্ষা করছিলেন)। সাধারণ আর পাঁচটা বুধবার আমরা যতগুলি কন্ডোম বিক্রি করে থাকি, আজ সেটার থেকে চারগুণ বেশি বিক্রি করেছি। আমায় জানানো হয়েছে যে আগামী কয়েক ঘণ্টায় আমরা আরও বেশি কন্ডোমের অর্ডার পাব।’
অর্ডার বেড়েছে কিনা, সেটা সময় বলবে। তবে সেই পরিসংখ্যান দেখে হাসি থামাতে পারেননি নেটিজেনরা। তেমনই এক নেটিজন বলেন, '৯০ শতাংশের অর্ডার তো আমি দিয়েছি। তারপর তিনগুণ দামে বিক্রি করছি।' অপর এক নেটিজেন বলেন, ‘গত সপ্তাহজুড়ে যে সংখ্যক কন্ডোমের অর্ডার এসেছে, সেটার দ্বিগুণ কন্ডোম বিকোবে আজ।’ একজন আবার বলেন, ‘কন্ডোম অর্ডার করার জন্য কবে সম্মান পাব আমি?’
তবে শুধু কন্ডোম নয়, ভ্যালেন্টাইনস ডে'তে ‘হ্যান্ডকাফ’, গোলাপের মতো সামগ্রীও ঝড়ের মতো অর্ডার করা হচ্ছে বলে জানিয়েছেন ব্লিঙ্কইটের সিইও। সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে তিনি বলেন, 'ব্লিঙ্কইটে আজ যতবার হ্যান্ডকাফ বা হাতকড়ার খোঁজ করা হয়েছে, তা আগে কখনও হয়নি।' যে টুইটের নীচে আবার ব্লিঙ্কইটের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, 'চোর-পুলিশ তো আমাদের প্রিয় খেলা।'
তারইমধ্যে সন্ধ্যার দিকে ব্লিঙ্কইটের সিইও বলেন, ‘আমরা ইতিমধ্যে দৈনিক সর্বোচ্চ গোলাপ ও বুকে ডেলিভারির রেকর্ড গড়ে ফেলেছি। একদিনে সর্বোচ্চ চকোলেট ডেলিভারির রেকর্ড গড়েছি। মিনিটে সর্বাধিক অর্ডারের রেকর্ড তৈরি হয়েছে। একদিনে সর্বাধিক টেডি বিক্রির রেকর্ড হয়ে গিয়েছে। আর এখন সন্ধ্যা ৬ টা ১০ মিনিট হয়েছে। আমি নিশ্চিত যে একদিনে সর্বোচ্চ অর্ডারের রেকর্ডও তৈরি করব আমরা। এখনও পর্যন্ত শীর্ষে আছে ২০২৩ সালের নিউ ইয়ার ইভ।’
আরও পড়ুন: বিশ্ব কন্ডোম দিবস কবে জানেন? সচেতন হোন যৌন সম্পর্কের আগেই