CBSE, CISCE এবং অন্যান্য রাজ্য বোর্ড পরীক্ষা এবার অফলাইনে হতে পারে। তবে অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে সরব পরীক্ষার্থীদের একাংশ। এই আবহে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। সেই আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট জানাল, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে। বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বে সুপ্রিম বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আবেদনের প্রতিলিপি সিবিএসই এবং মামলায় যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট বোর্ডকে পাঠাতে হবে আজকের মধ্যে।
এর আগে সিবিডিইআর, সিআইএসসিই, এনআইওএস এবং অন্যান্য রাজ্য বোর্ড দ্বারা পরিচালিত বোর্ড পরীক্ষার বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে পরীক্ষার্থীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত পদ্মনাভন বলেন, ‘মহামারীর কারণে শারীরিকভাবে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়া উচিত নয়।’
অ্যাডভোকেট প্রশান্ত পদ্মনাভনের আবেদনে বলা হয়েছে, ‘অধিকাংশ রাজ্যে লকডাউন চলাকালীন ২০২০ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কোনও ক্লাস নেওয়া হয়নি৷ সমস্ত রাজ্যের প্রায় ৯৮ শতাংশ কলেজ বা স্কুল ছাত্রদের জন্য কোনও অনলাইন ক্লাস পরিচালনা করেনি৷’ উল্লেখ্য, এর আগে ২০২১ সালে যখন অফলাইন পরীক্ষার বিরোধিতা করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানিও হয়েছিল বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে।
এদিকে সিবিএসই ইতিমধ্যেই বোর্ড পরীক্ষার দ্বিতীয় টার্মের তারিখ প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৬ এপ্রিল পরীক্ষা শুরু হবে বোর্ড পরীক্ষা। আশা করা হচ্ছে যে CSISE এপ্রিল-মে মাসেই দ্বিতীয় টার্মের পরীক্ষা পরিচালনা করতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ডও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে ইতিমধ্যেই।