বাংলা নিউজ > ঘরে বাইরে > CAPF exam in regional languages: নববর্ষে ভাষা আন্দোলনের জয়! বাংলা-সহ ১৩ আঞ্চলিক ভাষায় হবে CAPF কনস্টেবল নিয়োগের পরীক্ষা

CAPF exam in regional languages: নববর্ষে ভাষা আন্দোলনের জয়! বাংলা-সহ ১৩ আঞ্চলিক ভাষায় হবে CAPF কনস্টেবল নিয়োগের পরীক্ষা

১৩ টি আঞ্চলিক ভাষায় হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের ক্ষেত্রে বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ভাষায় পরীক্ষা হবে।

বাংলা নববর্ষের শুরুতে জয় হল ভাষা আন্দোলনের। ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইংরেজি, হিন্দির পাশাপাশি এবার থেকে ১৩ টি আঞ্চলিক ভাষায় হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের (CAPF) কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের পরীক্ষা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ভাষায় পরীক্ষা হবে। অর্থাৎ ইংরেজি ও হিন্দির পাশাপাশি ১৩ টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র আসবে।

বাংলা নববর্ষের প্রথমদিনে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্তের ফলে (সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণকারী) লাখ-লাখ প্রার্থী নিজেদের মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন এবং তাঁদের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। একাধিক ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়ার জন্য মউয়ের সংশোধনীতে স্বাক্ষর করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)।’

আরও পড়ুন: Bengal Silicon Valley: জমি পেয়েছে রিলায়েন্স, আদানি, টাটা! ২০২৫ নাগাদ বাংলায় আসবে ৫০ হাজার চাকরি

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ইংরেজি এবং হিন্দির পাশাপাশি ১৩ টি আঞ্চলিক ভাষায় যাতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের পরীক্ষা হয়, সেই উদ্যোগ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিবৃতিতে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়াতে এবং আঞ্চলিক ভাষায় উন্নতির ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন: SC, ST-দের বৃত্তি বাড়ানো প্রয়োজন, কেন্দ্রকে সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

কবে থেকে আঞ্চলিক ভাষায় CAPF-র কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ পরীক্ষা হবে? 

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আঞ্চলিক ভাষায় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের পরীক্ষা হবে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ছ'টি আধাসামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা ৮৪,০০০০-র বেশি। যে CAPF-র মধ্যে ছ'টি বাহিনী আছে - বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), ইন্দো-টিবেটিয়ান পুলিশ (আইটিবিপি), সশস্ত্র সীমা বল (এসএসসি) এবং অসম রাইফেলস। তবে সমস্ত পদ মিলিয়ে সেই শূন্যপদের পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্র। সবমিলিয়ে আধা-সামরিক বাহিনীতে ১০ লাখ আধিকারিক কর্মরত আছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন