আন টেসা জোসেফ। তিনি আসলে কেরলের ত্রিশূরের বাসিন্দা। আটক করা MSC Aries এর কন্টেনার ভেসেলে ছিলেন তিনি। অন্যান্য ভারতীয় ক্রুদের সঙ্গেই ছিলেন তিনি। তবে তেহেরানে ইন্ডিয়ান মিশনের অবিরাম প্রচেষ্টায় এবার ভারতে ফিরে এলেন তিনি। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন তিনি। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, কোচিনের আঞ্চলিক পাসপোর্ট অফিসার তাঁকে স্বাগত জানান।
সেই সঙ্গেই জানানো হয়েছে ওই জাহাজে আরও যে ১৬জন ছিলেন তাদের সঙ্গে ভারত অবিরাম যোগাযোগ রাখছে। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ওই পণ্যবাহী জলযানে আরও যে ১৬জন ভারতীয় রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তারা সকলেই ঠিক আছেন। তাঁরা পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছেন।
এদিকে আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন।
প্রসঙ্গত গত ১৩ এপ্রিল ইরানের বিদ্রোহী বাহিনী ওই কার্গো জাহাজটিকে বাজেয়াপ্ত করেছিল। সেটাতে পর্তুগীজ পতাকা ছিল। আর সেখানে ছিলেন অন্তত ১৭জন ভারতীয়।
ইরানের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছিল ওই জাহাজটি জলসীমা সংক্রান্ত যে আইন রয়েছে সেটা মানেনি। এদিকে গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলেও শোরগোল পড়ে যায়।