বাংলা নিউজ > ঘরে বাইরে > Uniform Civil Code: দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি আইন লাগুর প্রস্তুতি শুরু কেন্দ্রের, চলছে ‘পরীক্ষা’

Uniform Civil Code: দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি আইন লাগুর প্রস্তুতি শুরু কেন্দ্রের, চলছে ‘পরীক্ষা’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে পিটিআই) (AP)

সূত্র জানায়, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশের অন্যান্য রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার জন্য কমিটি গঠন করা হতে পারে।

দেশের নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি আইন আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আইন সংক্রান্ত বিলটি আগামী যেকোনও সময়ে সংসদে উত্থাপন করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে। সূত্রের খবর, তার আগে পরীক্ষামূলক ভাবে উত্তরাখণ্ডে এই আইন তৈরির মহড়া শুরু হয়েছে। এই আইন তৈরি করতে সেখানে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির খসড়া নির্দেশিকা শুধুমাত্র কেন্দ্রীয় আইন মন্ত্রক দিয়েছে। এ থেকেই স্পষ্ট যে আইনের খসড়া কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে।

সরকারের ঊর্ধ্বতন সূত্রে জানা গিয়েছে, রাজ্যগুলিতে তৈরি সিভিল কোড আইনে পরিণত করা হলে কেন্দ্রও কোডগুলি আইনে অন্তর্ভুক্ত করবে। কেন্দ্রের বক্তব্য, সত্যিকার অর্থে সমতা আনতে হলে আইনকে কেন্দ্রীয় পর্যায়ে লাগু করতে হবে। তার আগে রাজ্যগুলিতে এই আইনটি পরীক্ষামূলক ভিত্তিতে তৈরি করা হচ্ছে। এই প্রথম সরকারি কোনও সূত্র এই আইন প্রবর্তনের বিষয়ে এত স্পষ্ট করে বলল। সূত্র জানায়, এই আইন অবশ্যই লাগু করা হবে কিন্তু কবে হবে, সেটা এখনও নিশ্চিত না।

এর আগে সরকার ইউনিফর্ম সিভিল কোডের উপর জাতীয় আইন কমিশনের কাছ থেকে একটি রিপোর্ট নিতে চেয়েছিল। কিন্তু ২০২০ সালে অকার্যকর আইন কমিশন পুনর্গঠিত হওয়ার কারণে রাজ্য স্তরে কমিটি গঠন করা হচ্ছে। রাজ্য স্তরের কমিটিগুলির বিন্যাস আইন কমিশনের মতোই। এই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রমোদ কোহলি, প্রাক্তন আইএএস শত্রুঘ্ন সিং এবং দূন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল। সূত্র জানায়, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশের অন্যান্য রাজ্যেও এই কমিটি গঠন করা হতে পারে। এই রাজ্যগুলি ইতিমধ্যে একটি অভিন্ন দেওয়ানি বিধি লাগুতে সম্মত হয়েছে। কমিটির রেফারেন্স পয়েন্টগুলি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলেও জানা গিয়েছে।

বন্ধ করুন