বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌এখন সময় এসেছে সিবিআই তদন্ত দিতে হবে’‌, অভিষেকের আন্দোলনে তোপ গিরিরাজের

‘‌এখন সময় এসেছে সিবিআই তদন্ত দিতে হবে’‌, অভিষেকের আন্দোলনে তোপ গিরিরাজের

গিরিরাজ সিং

তাঁর দাবি, যে দু’‌তলা বাড়িতে থাকেন, এমন মানুষও আবাস যোজনার টাকা পেয়েছেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার নাম বদলে মানুষকে ঠকিয়েছেন। তৃণমূলের ধরনার দিনেই পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করেছেন মন্ত্রী। মানুষকে ভুল বুঝিয়ে দিল্লিতে নিয়ে এসে দেশের মধ্যে অরাজকতা ছড়ানোর কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একশো দিনের কাজের টাকা আদায়ের দাবিতে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। নয়াদিল্লির রাজঘাট থেকে আজ, সোমবার আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বাস ভর্তি লোকজন নিয়ে দিল্লি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ নেতারা। গান্ধী জয়ন্তীতে রাজঘাটে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। দিল্লি পুলিশের তরফে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই একশো দিনের কাজের টাকা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। একশো দিনের কাজের টাকা নিয়ে বাংলায় প্রচুর ভুয়ো জব কার্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ মন্ত্রীর। এমনকী একশো দিনের কাজের টাকার ইস্যুতে এবার সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

অভিষেকের এই আন্দোলনে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আর তারপরই একটি টুইট করে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গ সরকারকে। যেখানে বারবার দেখা করতে চেয়ে তাঁকে পাওয়া যায় না সেখানে রাজঘাটে অভিষেকের প্রেস মিটের পরই টুইট করলেন গিরিরাজ সিং। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং নিজের ট্যুইটারে তিনি লিখছেন, ‘শোনা গিয়েছিল সত্য তিক্ত তা শুনেছিলাম, কিন্তু সত্য দৃশ্যমান নয়। এটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গ সরকার। মমতাজি কি এই সব প্রশ্নের উত্তর দিতে চাইবেন?’‌

এইভাবে তিনি টুইট শুরু করেন। আর গিরিরাজ সিং লেখেন,‘‌ইউপিএ সরকারের সময় ১৪ হাজার কোটি টাকা দেওয়া হলেও বিজেপি সরকার গত ৯ বছরে ৫৪ হাজার কোটি টাকা দিয়েছে এমএনআরইজিএ প্রকল্পে। এই টাকা ব্যবহার করে প্রাইভেট মুনাফাতে সাহায্য করা হয়েছে। বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ সরকারকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হলেও তারা দেয়নি। যখন আধারের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হল, তখন প্রায় ২৫ লাখ জবকার্ডে হেরফেরের তথ্য মিলেছে। ২৫ লাখ শ্রমিকের নামে টাকা ঘোরানো হয়েছে। এটা শুধু চুরিই নয়, গা জোয়ারিও। এখন তো মনে হচ্ছে, সময় এসে গিয়েছে এটার তদন্তভার আমাকে সিবিআইকে দিতে হবে।’‌

আরও পড়ুন:‌ বিধানসভা–মেয়ো রোডে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা, নেতৃত্বে শুভেন্দু

অন্যদিকে মিডিয়া রিপোর্ট তুলে ধরে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, যে দু’‌তলা বাড়িতে থাকেন, এমন মানুষও আবাস যোজনার টাকা পেয়েছেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার নাম বদলে মানুষকে ঠকিয়েছেন। নয়াদিল্লিতে তৃণমূলের ধরনার দিনেই পশ্চিমবঙ্গ সরকারকে পাল্টা প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মানুষকে ভুল বুঝিয়ে নয়াদিল্লিতে নিয়ে এসে দেশের মধ্যে অরাজকতা ছড়ানোর কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় টিম তদন্তের জন্য রাজ্যে গেলে তাঁদের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে। যদিও সিবিআই তদন্ত নিয়ে কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.