সাধারণ সার্জারির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিম (সিজিএইচএস) প্যাকেজের হার পালটানো হল। যা ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ এতদিন সাধারণ সার্জারির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে সিজিএইচএসের যে হার ছিল, সেটা পরিবর্তিত হল। তবে কোনও শর্তের পরিবর্তন করা হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রকের তরফে ‘সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম’ ডিরেক্টরেটের তরফে যে সার্কুলার জারি করা হয়েছে, সেই সার্কুলার অনুযায়ী, জেনারেল সার্জারির আরও বেশি টাকা পাবেন। এতদিন তাঁরা যে টাকা পেতেন, সেটা একলপ্তে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কোন ধরনের সার্জারির ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে, সেটার পুরো তালিকা দেখে নিন।
কারা সিজিএইচএস প্রকল্পের আওতাভুক্ত?
সব কেন্দ্রীয় সরকারি কর্মচারী (ভারতীয় রেলের কর্মচারী ও দিল্লি সরকারের কর্মচারী ছাড়া) এবং তাঁদের পরিবারের সদস্যরা 'সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম'-র আওতায় আসেন। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগী (ভারতীয় রেলওয়ে ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা ছাড়া) ও তাঁদের পরিবারের সদস্যরা সিজিএইচএস প্যাকেজের সুবিধা পান।
সিজিএইচএস প্রকল্পের আওতায় বাসস্থানের ভিত্তিতে নির্ভর করে যে চিকিৎসা সংক্রান্ত কোন কোন সুযোগ-সুবিধা পাবেন। ভারতের ৮০টি শহরে 'সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম'-র আওতায় সুযোগ-সুবিধা মেলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে সার্কুলার জারি করা হয়েছে, তাতে সিজিএইচএস প্রকল্পের আওতাভুক্ত শহরের কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সাধারণ সার্জারির হার পরিবর্তন করা হয়েছে।
'সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম'-র সুযোগ-সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতি অবশ্যই নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তাঁদের পরিবারের সদস্যদের ছবি জিতে হবে ওই ফর্মে। সেই ফর্মপূরণ করার পরে সংশ্লিষ্ট কর্মচারীরা যে মন্ত্রক বা দফতর বা বিভাগের অধীনে কাজ করেন, সেই মন্ত্রক বা দফতর বা বিভাগের কাছে তা জমা দিতে হবে।
উল্লেখ্য, এমন একটা সময় সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম'-র আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা বাড়ানো হল, যখন তাঁরা মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির অপেক্ষায় আছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে তাঁদের ডিএ বৃদ্ধি পাওয়ার কথা আছে। সবকিছু ঠিকঠাক থাকলে দোলের আগেই সেই ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। একাধিক মহলের দাবি, এবার চার শতাংশ ডিএ বাড়ানো হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। যাঁরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পান।