বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinese spy balloon: 'অনভিপ্রেত, বিচ্ছিন্ন ঘটনা', গুপ্তচর বেলুন নিয়ে মুখ খুলল চিনের বিদেশমন্ত্রক

Chinese spy balloon: 'অনভিপ্রেত, বিচ্ছিন্ন ঘটনা', গুপ্তচর বেলুন নিয়ে মুখ খুলল চিনের বিদেশমন্ত্রক

চিনের গুপ্তচর বেলুন নিয়ে চিনের বিদেশমন্ত্রক কী বলেছে।  REUTERS/Randall Hill/File Photo (REUTERS)

চিনের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ‘এই ঘটনা অনভিপ্রেত। আর একটি বিচ্ছিন্ন ঘটনা।’ উল্লেখ্য, দেশের আকাশ সীমায় চিনের গুপ্তচর বেলুন দেখা মাত্রই তাঁকে গুঁড়িয়ে নামিয়ে দিয়েছে আমেরিকা। এদিকে, প্রশ্ন উঠছে, সুদূর চিনের একটি গুপ্তচর বেলুন কীভাবে শক্তিধর, প্রযুক্তিতে ক্ষমতাশালী দেশ আমেরিকার আকাশে ঘুরে বেড়াতে পারল?

মার্কিন আকাশসীমায় চিনা গুপ্তচর বেলুনের আনাগোনা নিয়ে ইতিমধ্যেই চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমেছে। চিনের গুপ্তচর বেলুনকে ইতিমধ্যেই ফাইটার জেট দিয়ে ধ্বংস করে গুঁড়িয়ে দিয়েছে পেন্টাগন। এদিকে, সেই পরিস্থিতির পর চিনের বিদেশমন্ত্রক বলেছে, মার্কিন আকাশে চিনের আনম্যানড এয়ারশিপ নিয়ে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তভাবে, সঠিক পন্থায় কোনও ফোর্সের ব্যবহার না করে আলোচনায় বসার কথা।

চিনের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ‘এই ঘটনা অনভিপ্রেত। আর একটি বিচ্ছিন্ন ঘটনা।’ উল্লেখ্য, দেশের আকাশ সীমায় চিনের গুপ্তচর বেলুন দেখা মাত্রই তাঁকে গুঁড়িয়ে নামিয়ে দিয়েছে আমেরিকা। এদিকে, প্রশ্ন উঠছে, সুদূর চিনের একটি গুপ্তচর বেলুন কীভাবে শক্তিধর, প্রযুক্তিতে ক্ষমতাশালী দেশ আমেরিকার আকাশে ঘুরে বেড়াতে পারল? (Live: চেলসির প্রাক্তন ফুটবলার আৎসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুরস্কের ভূমিকম্পের পর! উদ্বেগ বাড়ছে)

প্রসঙ্গত, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গিয়েছে, প্রথমবার চিনের ওই বেলুন, আলাস্কার আলেউতিয়ান দ্বীপের আকাশে দেখা যায়। সে ঘটনা ২৮ জানুয়ারির। তারপরই ওই বেলুন মার্কিন প্রশাসনের সন্দেহের নজর কাড়ে বিশেষ কিছু কারণে। তবে আচমকাই দিক পাল্টে ইদাহোর দিকে যাত্রা শুরু করে ওই বেলুন। আর তাতেই সন্দেহ বাড়তে থাকে। ক্রমেই দক্ষিণ দিকে এগিয়ে যেতে থাকে বেলুন। আর সেই দিকেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার কিছু গুপ্ত এলাকা। এক মার্কিন অফিশিয়াল বলছেন,'তখনই আমরা বুঝতে পারি যে এটা আলাদা ব্যাপার।'

চিনের গুপ্তচর বেলুন আগেও মার্কিন আকাশে প্রবেশ করে। তবে এই প্রথমবার, মার্কিন সেনার গুপ্ত এলাকার দিকে সে যেতে থাকে। তখনই সতর্কবার্তা পাঠানো হয়, নর্থ আমেরিকান এয়রোস্পেস ডিফেন্স কমান্ডকে। উল্লেখ্য, এদিকে, ইদাহোর কাছে মন্টানাতে একটি মার্কিন সেনা ছাউনি রয়েছে, এছাড়াও পরমাণু মিসাইলের সাইলো রয়েছে। এদিকে, মার্কিন আকাশে এই চিনা বেলুনের আনাগোনা আসন্ন দিনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক ঘিরে কার্যত ধোঁয়াশার সৃষ্টি করেছে। মার্কিন সচিব অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, তাঁর পূর্ব নির্ধারিত বেজিং সফর তিনি এই ঘটনার নিরিখে বাতিল করছেন। তারপরই চিনের তরফে এই ইস্যুতে মুখ খোলে শি প্রশাসনের বিদেশমন্ত্রক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন