ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে এমআরআই মেশিনের উদ্বোধন করলেন কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান পিএম প্রসাদ। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স( I-NK) কলকাতাতে স্টেট অফ দ্য আর্ট এমআরআই মেশিনের উদ্বোধন করেছেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান। কোল ইন্ডিয়া লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
মহারত্ন কোম্পানি বলে আখ্যা দেওয়া যায় কোল ইন্ডিয়া লিমিটেডকে। এই এমআরআই মেশিনের জন্য কোল ইন্ডিয়া লিমিটেড প্রায় ১৫.৯৮ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে বলে খবর। এই এমআরআই মেশিনের মাধ্যমে নানা ধরনের রোগ নির্ণয় করা, রোগ সম্পর্কে আরও সুনিশ্চিত হওয়ার বিষয়টি যথাযথভাবে করা যাবে।
কোল ইন্ডিয়া লিমিটেড কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সকে এর আগেও নানাভাবে আর্থিক সহায়তা দিয়েছে বলে খবর। জীবনদায়ী নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম ইনস্টিটিউট অফ নিউরোয়াসেন্সকে দান করেছে কোল ইন্ডিয়া। ২০২০-২১ সাল থেকে প্রায় ২৩.০২ কোটি টাকার মেডিক্যাল সরঞ্জাম দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সকে। তার মধ্য়ে নানা ধরনের অত্যাধুনিক মেডিক্যাল ডিভাইস রয়েছে। যে সমস্ত মেডিকেল ডিভাইস ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতাকে সরবরাহ করা হয়েছে তার মধ্য়ে অন্যতম হল ৬৪ স্লাইসের সিটি স্ক্যানার, ডিজিটাল এক্স-রে ইউনিট, ৪টি সি আর্ম ইউনিট ভেন্টিলেটর, ইন্টিগ্রেশন অফ স্ট্রোক প্রটোকল সফটওয়ার, যে CATH ইউনিটটি ছিল সেটার আধুনিকীকরণের ব্যবস্থাও করা হয়। সেই সঙ্গেই গামা নাইফ মেডিক্যাল ইকুইপমেন্ট সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্য়মে আরও বেশি করে , আরও সুন্দরভাবে রোগ নির্ণয় করা ও রোগীদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে ।