শিয়রে লোকসভা ভোট। তার আগে, কংগ্রেসের ঘরে বড়সড় বিপত্তি! কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পার্টির যুব উইংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিয়েছে আয়কর বিভাগ। জানা যাচ্ছে, কংগ্রেসের ওপর রয়েছে আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে ২১০ কোটি টাকার জরিমানা। পদক্ষেপ করেছে আয়কর বিভাগ। শুক্রবার এই নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন পার্টির ট্রেজারার অজয় মাকেন।
কংগ্রেসে বিপত্তি!
সামনেই লোকসভা ভোট। তার আগে কংগ্রেস যে সমস্ত 'ক্রাউড ফান্ডিং' থেকে প্রাপ্ত টাকা অ্যাকাউন্টে রেখেছিল, তা তুলে নিতে পারছে না ব্যাঙ্ক থেকে। ব্যবহার করা যাচ্ছে না সেই টাকা। লোকসভা ভোটের কয়েক সপ্তাহ আগে, এই ঘটনা কার্যত কংগ্রেসের ঘরে বড় বিপত্তি ডেকে এনেছে। অজয় মাকেন বলেন, ‘আমরা গতকালই জানতে পেরেছি যে ব্যাঙ্কগুলি আমাদের চেক নিচ্ছে না। পরে তদন্ত করে দেখা গিয়েছে যুব কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কংগ্রেস পার্টির অ্যাকাউন্টও সিজ করা হয়েছে।'
'দলীয় কর্মীদের বেতন' দেওয়া যাচ্ছে না, বললেন অজয় মাকেন:-
অজয় মাকেন জানান জানান,২০ ১৯ অর্থবর্ষে কংগ্রেসের ও যুব কংগ্রেসের কাছে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ২১০ কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছিল আয়কর দফতরের তরফে। জানানো হয়েছে এরফলে কার্যত দেউলিয়া দশা দেশের দশক প্রাচীন পার্টির। লোকসভা ভোটের আগে এই বড় বিপত্তিতে কার্যত মাথায় হাত রাহুলদের। অজয় মাকেন সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক তথ্য জানিয়ে বলেছেন, ‘একটাও টাকা খরচের মতো অবস্থা নেই। ইলেকট্রিক বিল, দলীয় কর্মীদের বেতন, কিছুই দেওয়া যাচ্ছে না।’ যে আশঙ্কার কথা তিনি জানিয়েছেন, তাতে বলছেন, ‘শুধু ন্য়ায় যাত্রাই নয়, দলের সমস্ত কাজে এর প্রভাব পড়বে।’
পরিস্থিতি কোনদিকে?
উল্লেখ্য, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটা বড় অংশ আপাতত ন্যায় যাত্রায় রয়েছে। সদ্যই বিহারে গাড়িতে রাহুল ও তেজস্বীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে এই যাত্রা ঘিরে। সেই জায়গায় দিল্লির বুকে কংগ্রেসের এই প্রেস কনফারেন্স বেশ চাঞ্চল্যকর। এদিকে, বেশ কিছু রিপোর্ট দাবি করছে, ট্যাক্স ট্রাইবুনাল জানিয়েছে, এই অ্যাকাউন্ট অ্যাকসেসে কোনও বাধা নেই কংগ্রেসের। কংগ্রেসের দাবির ঘণ্টা খানেকের মধ্যেই ট্যাক্স ট্রাইবুনালের বক্তব্য উঠে আসে।
যাকা