ক্রিসমাস কাছাকাছি এসেই গিয়েছে। ২৫ ডিসেম্বর থেকে মাত্র ৫ দিন দূরে দাঁড়িয়ে আমরা। বিশ্বজুড়ে এই উৎসব পালিত হবে কয়েক দিন পরেই। এ বিষয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। ভারত-সহ সারা বিশ্বে এটি পালিত হয়। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এই উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে উদযাপন করেন।
(আরও পড়ুন: ৩০০ টাকায় কেনা ফুলদানি বিক্রি হল ৮৩ লক্ষ টাকায়! কোন জাদুতে এমন অসম্ভব কাণ্ড ঘটল)
এদিকে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা মহাকাশে তোলা ‘ক্রিসমাস ট্রি’র ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করেছে, যা ভাইরাল হয়ে গিয়েছে। কেন ভাইরাল হয়েছে? নিজেরাই দেখে নিন।
(আরও পড়ুন: আপনার মগজাস্ত্রে কি হার মানবে এই ধাঁধা? দেখুন তো এই ৫টি সমস্যার সমাধান করে)
নাসা যে ছবিটি শেয়ার করেছে, তা মহাকাশে তারা এবং গ্যাস দিয়ে তৈরি। এটি দেখতে অবিকল একটি রঙিন ক্রিসমাস ট্রির মতো। বিপুল সংখ্যক মানুষ এটি শেয়ার করছেন। ছবিটি দেখতে এত সুন্দর যে কাউকে মুগ্ধ করবে।
(আরও পড়ুন: কীভাবে শুরু হল ‘ইঙ্কি পিঙ্কি পঙ্কি’ট্রেন্ড? খোঁজ মিলল সেই ভিডিয়োর, দেখুন এখানে)
ছবির সঙ্গে নাসা লিখেছে, ‘এটি অনেকটা ক্রিসমাস ট্রির মতো দেখাচ্ছে। আমাদের চন্দ্র মানমন্দিরে সম্প্রতি নীল এবং সাদা আলো দেখা গিয়েছে যা একটি ‘ক্রিসমাস ট্রি ক্লাস্টার’-এর মতো। এটি পৃথিবী থেকে প্রায় ২৫০০ আলোকবর্ষ দূরে তারা এবং গ্যাসের একটি ক্লাস্টার।’
(আরও পড়ুন: গোলাপ জাম দিয়ে কফি! অভাবনীয় রেসিপি নিয়ে হাজির কলকাতার এই ক্যাফে)
বড়দিনের দিনে ক্রিসমাস ট্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিভিন্ন উপায়ে সাজানো হয়। লোকেরা তাঁদের বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে আসে এবং এটিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করে। ক্রিসমাস ট্রি দিয়ে ক্রিসমাস ডে উদযাপন আরও ভালো হয়ে ওঠে।
(আরও পড়ুন: স্লিপার ক্লাসে উঠে উদ্দাম নাচ এই তরুণীর! ভিডিয়ো দেখে একহাত নিল নেটিজেনরা)
ক্রিসমাসের দিনে মানুষ প্রার্থনা করতে এবং মোমবাতি জ্বালাতে গির্জায় যান। গির্জায় যিশু খ্রিষ্টের উপাসনা করেন তাঁরা। এই উৎসবের জন্য ইতিমধ্যেই বাজার সেজে উঠেছে। এবং বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি।