বাংলা নিউজ > ঘরে বাইরে > Himachal Pradesh marriage: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ভিডিয়ো কলেই হল বিয়ে!

Himachal Pradesh marriage: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ভিডিয়ো কলেই হল বিয়ে!

অনলাইনে বিয়ে করলেন যুগল। প্রতীকী ছবি

সিমলার বাসিন্দা আশিস সিংহের সঙ্গে কুলুর বাসিন্দা শিবানী ঠাকুরের বিয়ে ঠিক হয়েছিল মাসখানেক আগেই। তাদের বিয়ের জন্য সবকিছু আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু, বিয়ের দিন এগিয়ে আসতেই নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ। 

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। হিমাচল প্রদেশেও জলমগ্ন হয়েছে বহু এলাকা। বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর। বহু রাস্তা জলমগ্ন হওয়ার পাশাপাশি ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। এই অবস্থায় বিভিন্ন এলাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু, এই প্রতিকূলতা সত্ত্বেও বিয়ে করার রাস্তা খুঁজে বের করলেন যুগল। প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে তাঁরা অনলাইনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

আরও পড়ুন: পরচুলা পরে ৫৫র বিবাহিত ব্যক্তি করতে যাচ্ছিলেন দ্বিতীয় বিয়ে! এর পরের ঘটনা ভাইরাল

সিমলার বাসিন্দা আশিস সিংহের সঙ্গে কুলুর বাসিন্দা শিবানী ঠাকুরের বিয়ে ঠিক হয়েছিল মাসখানেক আগেই। তাদের বিয়ের জন্য সবকিছু আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু, বিয়ের দিন এগিয়ে আসতেই নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ। হিমাচলের রাস্তাঘাট বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যাওয়া সম্ভব ছিল না। তাই আশিস এবং শিবানী দুজনে ঠিক করেন ভিডিয়ো কলের মাধ্যমে তাঁরা ভার্চুয়ালি বিয়ে করবেন। সেই মতোই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও বাড়িতে বসেই নিরাপদে বিয়ে সারলেন যুগল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আত্মীয়রা বরের বাড়িতেও যেতে পারেননি। ভিডিয়ো কলের মাধ্যমে তাঁরা নবদম্পতিকে আশীর্বাদ করেন। অনলাইনেই তাঁদের বিয়ের সাক্ষী থেকেছেন আত্মীয়রা।

জানা গিয়েছে, আশিস সিংহের সঙ্গে সোমবার শিবানী ঠাকুরকে বিয়ে করার কথা ছিল। কিন্তু, বিপর্যস্ত পরিস্থিতিতে কনের বাড়িতে বরযাত্রী যেতে বাধা পাওয়ায় তাঁরা অনলাইনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁদের ভার্চুয়াল বিয়েতে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক রাকেশ সিংহ। বিয়েতে তিনিও আমন্ত্রিত ছিলেন। কিন্তু, অবরুদ্ধ রাস্তার কারণে তিনি বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি। প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ে কুলু জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই পরিবারের সদস্যরা অনলাইনে বিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। প্রাক্তন বিধায়ক রাকেশ সিং আরও বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে বহু রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই কারণে প্রশাসন মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, হিমাচল প্রদেশে টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই সেখানে এখনও পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। ১০০ এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই এই রাজ্যে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

বন্ধ করুন