গুজরাতে Covid-19 আক্রান্তের মৃত্যু, এখনও লকডাউনে নেই চিলি
Updated: 25 Mar 2020, 07:42 PM IST- দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে লকডাউন। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৬০০ অতিক্রম করেছে।
দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে লকডাউন। তালাবন্ধের আওতার বাইরে রাখা হয়েছে কয়েকটি জরুরি পরিষেবাকে। এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বেড়েছে মৃতের সংখ্যাও।
আমেদাবাদে Covid-19 সংক্রমণে মারা গেলেন ৮৫ বছরের বৃদ্ধা। তাঁকে নানা উপসর্গের ভিত্তিতে আমেদাবাদ সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছিল। তিনি সম্প্রতি বিদেশ সফর সেরে ফিরেছিলেন বলে জানিয়েছে এএনআই।.
বুধবার সন্ধ্যায় দিল্লির এক নমুনায় পাওয়া গেল Covid-19 সংক্রমণের হদিশ। কোয়ারেন্টাইনে পাঠানো হল তাঁর সমস্ত রোগীকে।
লাতিন আমেরিকার দেশ চিলিতে বর্তমানে Covid-19 আক্রান্তের সংখ্যা ১০০০ পেরিয়েছে। তবু দেশে লকডাউন ঘোষণা করেনি চিলির প্রশাসন। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সে দেশে ২২০টি নতুন ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে।