বাংলা নিউজ > ঘরে বাইরে > কাবুল জয়ের এক বছর, তালিবান জমানায় কেমন আছেন আফগান নারীরা?

কাবুল জয়ের এক বছর, তালিবান জমানায় কেমন আছেন আফগান নারীরা?

কাবুলে উল্লাস তালিবান যোদ্ধাদের। (AFP) (AFP)

ওগাই আমাইল নামে কাবুলের এক নারী বলেন, যবে থেকে ওরা এসেছে জীবনের মানেটাই হারিয়ে গিয়েছে। সব কিছু ছিনিয়ে নিচ্ছে ওরা। আমাদের ব্যক্তিগত অধিকারেও ঢুকে পড়ছে ওরা। নারীদের অধিকার রক্ষায় মিছিলকেও শনিবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে ছত্রভঙ্গ করেছে তালিবান।

কাবুল বিজয়ের এক বছর পূর্তি। সোমবার কাবুলে মার্কিন দূতাবাসের সামনে বিজয়ের স্লোগান তুললেন তালিবান যোদ্ধারা। গত একবছর সেদেশে নারী স্বাধীনতা কার্যত তলানিতে। মানবিক অধিকারও ভূলুণ্ঠিত। সেই পরিস্থিতিতে বিজয় দিবস পালন তালিবানের।

ঠিক এক বছর আগে এই দিনেই কাবুল দখল করেছিল তালিবান। পিছু হঠেছিল মার্কিন পরিচালিত বাহিনী। সরকারি মুখপাত্র বিলাল কারিমি টুইট করে জানিয়েছেন, আফগান মুসলিমদের কাছে এই দিনটা আনন্দের। এটা সাদা পতাকার জয়ের দিন।

গত বছর এইদিনে এক ভয়াবহ অস্থিরতা দেখা গিয়েছিল কাবুলে। হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য মরিয়া চেষ্টা করছিলেন এদিন। এমনকী বিমানের মাথায় চেপেও দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন কয়েকজন। মার্কিন পণ্যবাহী বিমানেও চেপে পড়ার চেষ্টা করেছিলেন কয়েকজন।

তবে বিজয় দিবস উপলক্ষে কোনও বিশেষ অনুষ্ঠান হবে কি না তা নিয়ে কিছু জানায়নি তালিবান কর্তৃৃপক্ষ। তবে তালিবান যোদ্ধারা কাবুলের মাসুদ স্কোয়ারে জড়ো হয়ে নাচ করতে শুরু করেন। অস্ত্র তুলে ধরে সেলফিও তুলেছেন কয়েকজন।

তালিবানদের দাবি, মার্কিন দূতাবাসের সামনে স্বাধীনতা দিবস পালন করতে পারছি। এতে আমরা খুব খুশি। তবে এক বছর ধরে তালিবান অধিগৃহীত আফগানিস্তানে নারীদের অধিকার কতটা রক্ষিত হয়েছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। নারীদের শিক্ষার অধিকারও কার্যত কেড়ে নেওয়া হচ্ছে। বোরখা ছাড়া মহিলাদের বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

ওগাই আমাইল নামে কাবুলের এক বাসিন্দা বলেন, যবে থেকে ওরা এসেছে জীবনের মানেটাই হারিয়ে গিয়েছে।  সব কিছু ছিনিয়ে নিচ্ছে ওরা। আমাদের ব্যক্তিগত অধিকারেও ঢুকে পড়ছে ওরা। নারীদের অধিকার রক্ষায় মিছিলকেও শনিবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে ছত্রভঙ্গ করেছে তালিবান।

বন্ধ করুন