বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রধান বিচারপতির নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন, বিশাল জরিমানা করল আদালত

প্রধান বিচারপতির নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন, বিশাল জরিমানা করল আদালত

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (PTI Photo) (PTI)

গত ২ অক্টোবর সুপ্রিম কোর্টও এই ধরনের একটি আবেদন নাকচ করে দিয়েছিল যেখানে বলা হয়েছিল জাস্টিস চন্দ্রচূড়কে প্রধান বিচারপতির চেয়ারে বসানো রদ করতে হবে। রশিদ খান পাঠান নামে এক ব্যক্তি রাষ্ট্রপতির কাছে বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চিঠি লিখেছিলেন। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন এক আবেদনকারী। এটা নিশ্চিত করার আবেদন তিনি করেছিলেন যে বিচারপতির সঙ্গে কোনও দেশবিরোধী শক্তি ও নক্সালপন্থী খ্রীষ্টান সংগঠনের যোগাযোগ নেই। এবার শুক্রবার ওই আবেদনকারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। তিনি বিচারপতি চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগকে চ্য়ালেঞ্জ করেছিলেন। বার ও বেঞ্চের রিপোর্টে তেমনটাই জানা গিয়েছে।

বিচারপতি ইউ ইউ ললিতের পরে প্রধানবিচারপতির চেয়ারে বসেছেন বিচারপতি চন্দ্রচূড়। এদিকে আবেদনকারী সঞ্জীবকুমার তিওয়ারি আবেদন করে জানিয়েছিলেন, বিচারপতি চন্দ্রচূড়ের নিয়োগের মাধ্যমে সাংবিধানিক ব্যবস্থার লঙ্ঘন হয়েছে। এনিয়ে স্থগিতাদেশ চেয়েছিলেন তিনি।

শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ও বিচারপতি সুহ্মমণিয়ম প্রসাদের ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন, প্রচার পাওয়ার জন্য এসব আবেদন করা হয়েছে।

এদিকে গত ২ অক্টোবর সুপ্রিম কোর্টও এই ধরনের একটি আবেদন নাকচ করে দিয়েছিল যেখানে বলা হয়েছিল জাস্টিস চন্দ্রচূড়কে প্রধান বিচারপতির চেয়ারে বসানো রদ করতে হবে। রশিদ খান পাঠান নামে এক ব্যক্তি রাষ্ট্রপতির কাছে বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চিঠি লিখেছিলেন। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।

 

বন্ধ করুন