বাংলা নিউজ > ঘরে বাইরে > Deori Autonomous Council: অসমের ভোটে বিপুল জয় বিজেপি ও সহযোগীর, কংগ্রেস কোথায়?

Deori Autonomous Council: অসমের ভোটে বিপুল জয় বিজেপি ও সহযোগীর, কংগ্রেস কোথায়?

বিপুল জয় বিজেপির। প্রতীকী ছবি (PTI Photo/Shailendra Bhojak) (PTI)

ফের বিজেপি ও তার সহযোগীর জয়কে ঘিরে উচ্ছসিত গেরুয়া শিবির। এনিয়ে টুইটও করেছেন মুখ্য়মন্ত্রী। অনেকেরই মতে, উন্নয়নের সুফল ঘরে তুলছে গেরুয়া শিবির। কংগ্রেস এখানে মাত্র ২টি আসন পেয়েছে। যা অসম কংগ্রেসের কাছে যথেষ্ট হতাশার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উৎপল পরাশর

বিজেপি ও তার জোট শরিক অসম গণপরিষদ, দেওরি অটোনোমাস কাউন্সিলে ফের ক্ষমতা দখল করল। গত সপ্তাহেই এখানে ভোট হয়েছিল। সেই কাউন্সিলেই জয় পেল বিজেপি ও তার সহযোগী।

২২টি আসনের মধ্যে ১২টি আসন পেয়েছে বিজেপি ও অগপ জোট। অন্য়দিকে কংগ্রেস পেয়েছে ২টি আসন। জেপিপি পেয়েছে সাতটি আসন। অপর এক নির্দল প্রার্থী অন্য় আসনটি পেয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে জানিয়েছেন, বিজেপি ও তার সহযোগী দল দেওরি স্বয়ংশাসিত কাউন্সিলে বিপুল জয় পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকারের প্রতি আস্থা রয়েছে সকলের।

এই কাউন্সিলের ভোট হয়েছিল মঙ্গলবার। মোট ৪৩,৫৯৫টি ভোটের মধ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে। ৯৩টি পোলিং স্টেশনে ভোটপর্ব চলেছে। ৬টি জেলায় ও চারটি মহকুমা মিলিয়ে এই ভোট হয়েছে।

তবে ফের বিজেপি ও তার সহযোগীর জয়কে ঘিরে উচ্ছসিত গেরুয়া শিবির। এনিয়ে টুইটও করেছেন মুখ্য়মন্ত্রী। অনেকেরই মতে, উন্নয়নের সুফল ঘরে তুলছে গেরুয়া শিবির। কংগ্রেস এখানে মাত্র ২টি আসন পেয়েছে। যা অসম কংগ্রেসের কাছে যথেষ্ট হতাশার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

বন্ধ করুন