বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ওয়াকআউট করবে না তৃণমূল, BJP এটাই চায়’, সংসদে থেকে লড়াই করার বার্তা ডেরেকের

‘ওয়াকআউট করবে না তৃণমূল, BJP এটাই চায়’, সংসদে থেকে লড়াই করার বার্তা ডেরেকের

ডেরেক ও ব্রায়ান (ফাইল ছবি) (PTI)

১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে নিজেদের মতো আন্দোন জারি রাখার কথা জানাল তৃণমূল।

সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখল তৃণমূল কংগ্রেস। ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে নিজেদের মতো আন্দোন জারি রাখার কথা জানাল তৃণমূল। বাকি বিরোধীদের মতো ওয়াকআউটের পথে য়ে তৃণমূল হাঁটবে না, তাও এদিন জানালেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। 

এদিন ডেরেক বলেন, ‘আমরা সংসদ থেকে ওয়াকআউট কবর না। বিজেপি এটাই চায়। আমরা সংসদে থেকে সরকারের বিরুদ্ধে নিজেদের লড়াই চালিয়ে যাব।’ উল্লেখ্য, এদিন বিরোধীরা সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন সাংসদদের নিলম্বিত করার ইস্যুতে। তবে তৃণমূল সেই বিক্ষোভে সামিল না হয়ে পৃথক বিক্ষোভ শুরু করে। ডেরেকের যুক্তি, তৃণমূল একা ভোটে লড়েছে, তাই তাদের কারোর কাছে দায়বদ্ধতা নেই; তবে তিনি জানান, তৃণমূল বিরোধী ঐক্যের পক্ষে

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক বলেন, ‘আমাদের দুই সাংসদ আগামীকাল থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধরনায় বসবেন। আমরা অন্যান্য সংসদ সদস্যদেরও আমাদের সংসদ সদস্যদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে আমন্ত্রণ জানাব।’

উল্লেখ্য, ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত সংসদের দুই কক্ষই। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের আবেদন সত্ত্বেও সেই আর্জি খারিজ করে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বেঙ্কাইয়া নাইডু জানান, এমন ঘটনা সংসদ কক্ষে আর ঘটবে না এমন আশ্বাস তিনি পাননি৷ তাই সাংসদদের বহিষ্কারের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যসভা চেয়ারম্যান। এর পরেই বিরোধী সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে যান। তবে তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করেনি।

 

 

বন্ধ করুন