বাংলা নিউজ > ঘরে বাইরে > Dinosaur egg: ‘কূলদেবতা’ ভেবে পুজো করা হচ্ছিল, পরীক্ষা করতেই জানা গেল ডাইনোসরের ডিম, শোরগোল MP–তে

Dinosaur egg: ‘কূলদেবতা’ ভেবে পুজো করা হচ্ছিল, পরীক্ষা করতেই জানা গেল ডাইনোসরের ডিম, শোরগোল MP–তে

মধ্যপ্রদেশের উদ্ধার ডাইনোসরের ডিম। প্রতীকী ছবি (AFP)

ঘটনার খবর পেয়ে বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেস (বিএসআইপি) লখনউয়ের বিশেষজ্ঞরা এবং মধ্যপ্রদেশের বন কর্মকর্তারা গ্রামে পৌঁছন। তারা গোলাকার ওই বস্তুর পরীক্ষা শুরু করেন। অবশেষে জানা যায়, সেগুলি হল ডাইনোসরের ডিম। 

মাটি খুঁড়ে মিলেছিল গোলাকার পাথর। সেগুলিকে ‘কূল দেবতা’ ভেবে বছরের পর বছর পুজো করে আসছিলেন স্থানীয়রা। শেষে জানা গেল আসলে তা কোনও সাধারণ পাথর নয়, তা হল ডাইনোসরের ডিম। কোটি কোটি বছর পর ওই জীবাশ্ম আকারেই উদ্ধার হয়েছে সেই ডিম। এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে মধ্যপ্রদেশ থেকে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। মধ্যপ্রদেশের ধর জেলার পাদালিয়া গ্রামে ভেস্তা মান্দালোই নামে এক বাসিন্দা মাটি খোঁড়ার সময় ডাইনোসরের ডিমের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন বলে জানা গিয়েছে। মাটি খুঁড়ে পাওয়া বস্তুটিকে ‘কাকার ভৈরব’ বলে বিশ্বাস করেই তারা এই পুজো করতে শুরু করেন।

আরও পড়ুন: উল্কাপাত নয়, অন্য এক ঘটনাই মুছে ফেলে ডাইনোসরদের! তারই খোঁজ পেলেন বিজ্ঞানীরা

ভেস্তার বিশ্বাস ছিল, যে কুলদেবতা তার কৃষিজমি এবং পশুদের রক্ষা করবেন। এই অঞ্চলের আখড়া, জামান্যাপুরা এবং টাকারির বাসিন্দারাও একই ধরনের বলের মতো বস্তুর পুজো করেন। ধর ও আশপাশের জেলায় মাটি খোঁড়ার সময় এসব বস্তু খুঁজে পাওয়া গিয়েছিল। এদিকে, এগুলি খুঁজে পাওয়ার পরেই তার ওপর নজর যায় বিশেষজ্ঞদের। ঘটনার খবর পেয়ে বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেস (বিএসআইপি) লখনউয়ের বিশেষজ্ঞরা এবং মধ্যপ্রদেশের বন কর্মকর্তারা গ্রামে পৌঁছন। তারা গোলাকার ওই বস্তুর পরীক্ষা শুরু করেন। অবশেষে জানা যায়, সেগুলি হল ডাইনোসরের ডিম। পরীক্ষায় জানা গিয়েছে, ডাইসানোরের যে ডিম সেখানে পাওয়া গিয়েছে তা হল আসলে টাইটানো-স্টর্ক প্রজাতির ডাইনোসরের ডিম। সংগঠনটির পরিচালক এম জি ঠকরের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল এলাকা পরিদর্শন করেছে। জানা গিয়েছে, এই জীবাশ্মগুলি সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশ ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের সিইও সমিতা রাজোরা, স্থানীয় প্রত্নতাত্ত্বিক বিশাল ভার্মা, জেলা বন কর্মকর্তা অশোক কুমার সোলাঙ্কি এবং অন্যান্যদের সহায়তায় একটি বিএসআইপি দল এলাকা পরিদর্শন করে। স্থানীয়দের জীবাশ্ম সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি ইউনেস্কো থেকে ধর জেলাকে জিওপার্ক হিসেবে মর্যাদা যাতে পাওয়া যায় সেবিষয়ে আবেদন জানানো হবে। এম জি ঠকরে জানান, ‘আমরা সমস্ত জীবাশ্ম এবং ভূতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করি।’ জানা গিয়েছে, স্থানীয়রা উদ্ধার হওয়া ডাইনোসরের ডিমে মুখের মতো ছবি তৈরি করেছেন। 

পরবর্তী খবর

Latest News

মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের আগে অলিম্পিক্সে পৌঁছে দেখান…, ট্রোলের মুখে নেটিজেনদের এক হাত নিলেন সাইনা বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.