বাংলা নিউজ > ঘরে বাইরে > টুইটারের চক্করে ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন ইলন মাস্ক! সর্বকালে সবচেয়ে বড় লোকসান

টুইটারের চক্করে ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন ইলন মাস্ক! সর্বকালে সবচেয়ে বড় লোকসান

টুইটার নিয়েই ব্যস্ত ইলন মাস্ক। অযথা বিতর্ক টানছেন। টেসলা নিয়ে তিনি মনে হয় খুব একটা সিরিয়াস নন। বিনিয়োগকারীদের অনেকেই এমনটা ভাবছেন। আর সেই কারণেই টেসলার শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন তাঁরা। ইলন নিজেও টেসলার শেয়ার বেচে টুইটারের ডানা ধরার মরিয়া চেষ্টা চালিয়েছেন।  

অন্য গ্যালারিগুলি