এবার হ্যাকারদের নজরে পড়লেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পরে মুখ্যমন্ত্রী অন্য একটি সোশ্যাল মাধ্যমে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের হ্যাকাররা জড়িত। প্রাথমিক তদন্তে এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ১০০০ ব্রিজ তৈরি হবে অসমে, নয়া মিশনে হিমন্ত বিশ্বশর্মা
নিজের এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অজ্ঞাত হ্যাকাররা মঙ্গলবার সন্ধ্যায় আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে। প্রাথমিক তথ্য বলছে হ্যাকাররা পাকিস্তান থেকে এই কাজ করতে পারে। অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।’ এর আগে সোমবার মুখ্যমন্ত্রী একটি ভুয়ো ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন। ওই ভিডিয়োতে তাঁর বক্তৃতা বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তিনি বলেছিলেন, যে ওই ভুয়ো ভিডিয়োর মাধ্যমে তাঁর বক্তব্যকে বিকৃত করার প্রচেষ্টা করা হচ্ছে। এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রী অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে বিভিন্ন গোষ্ঠীগুলির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেই মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘নির্বাচন এগিয়ে আসতেই স্বার্থান্বেষী গোষ্ঠীগুলি কীভাবে ভুল তথ্য এবং সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অপরাধমূলক চেষ্টা করার জন্য বক্তৃতা বিকৃত করছে।
এবিষয়ে অসমের পুলিশের মহাপরিচালক (ডিজিপি) জিপি সিং দ্রুত হিমন্ত করে শর্মার অভিযোগের জবাব দিয়ে টুইটারে লিখেছেন যে সিআইডি একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করবে এবং বিষয়টি তদন্ত করবে।সেক্ষেত্রে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুলিশের ডিজি। প্রসঙ্গত, নির্বাচন এগিয়ে আসতেই সোশ্যাল মাধ্যমকে বেশি করে ব্যবহার করছেন রাজনৈতিক নেতারা। আর এই পরিস্থিতিতে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।