ঢেলে সাজানো হচ্ছে অসমকে। পরিকাঠামো ক্ষেত্রে যাবতীয় উন্নতির উদ্যোগ। ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দিয়ে অসমে ক্ষমতায় এসেছিল বিজেপি। তারপর থেকেই একের পর এক ক্ষেত্রে অসমে পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার ১০০০ ব্রিজ তৈরির টার্গেটের কথা ঘোষণা করলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
২৪ ডিসেম্বর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মরিগাঁও জেলাতে জাগিররোডের উপর রেলওয়ে ওভার ব্রিজের উদ্বোধন করেছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ব্রিজের উদ্বোধন করেছিলেন। প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই রেলওয়ে ওভার ব্রিজ। এই ব্রিজের জন্য় যাতায়াতের সময় প্রায় ৩৫-৪৫ মিনিট পর্যন্ত কমে যাবে।
অসমের মুখ্য়মন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, অসমে আমাদের মিশন রয়েছে ১০০০ ব্রিজ তৈরি করা। আর তারই অঙ্গ হিসাবে রেলওয়ে ওভার ব্রিজ তৈরি হল। ৮৫ কোটি টাকা ব্যয়ে জাগিররোডের উপর এই ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজের মাধ্যমে যাতায়াতের সময় প্রায় ৩৫-৪৫ মিনিট কমে যাবে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার জাগিররোড এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি তিনি অন্তত পাঁচটি প্রকল্পের সূচনা করেন। সেই প্রকল্পগুলির ব্যয় ধরা হয়েছে ১১৪.১৭ কোটি টাকা। এর মধ্য়ে রেলওয়ে ব্রিজ ছাড়াও তিনি পূর্ত দফতরের একটি ইনসপেকশন বাংলোর উদ্বোধন করেন। সেটার ব্যয় ধরা হয়েছে ৯.৫০ কোটি টাকা। ৭৫০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। এটার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭.২০ কোটি টাকা।
জাগিররোড ডেভেলপমেন্ট অথরিটির একটি মাল্টি অথরিটি বিল্ডিংয়েরও উদ্বোধন করেন তিনি। ১.৯৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই বিল্ডিং। সেই সঙ্গেই তরঙ্গ বিলের চারদিকে সাইকেলে চেপে যাওয়ার একটি লেনের সূচনা করেছেন তিনি। সেটা করতে খরচ হয়েছে ৯.৫৬ কোটি টাকা।
সেই সঙ্গেই রোড সেফটি মিশনের আওতায় তিনি অ্যাম্বুল্যান্স ও অন্য়ান্য যানবাহনের সূচনা করেন। মুখ্য়মন্ত্রী বলেন, একই দিনে একটি বিধানসভা কেন্দ্রে ১১৪ কোটির প্রকল্প নিঃসন্দেহে একটা রেকর্ড।