বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh: বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩ হাজারের বেশি দোকান

Bangladesh: বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩ হাজারের বেশি দোকান

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন। ছবি চ্যানেল আই

বঙ্গবাজার মার্কেটের পাশে এনক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় সেখানকার দোকান মালিকরা মালপত্র সরানোর চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিস-সহ বিভিন্ন সংস্থা।

বাংলাদেশের বঙ্গবাজার কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ৫০ ইউনিট কাজ করছে। মার্কেটের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার ধ্বংসস্তূপ থেকে এখনও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা।

বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তথ্য অনুযায়ী, বঙ্গবাজারে বিভিন্ন কাপড়ের গোডাউন-সহ তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই পুড়ে ছাঁই হয়ে গিয়েছে বলে শঙ্কা তাদের।

বঙ্গবাজার মার্কেটের পাশে এনক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় সেখানকার দোকান মালিকরা মালপত্র সরানোর চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিস-সহ বিভিন্ন সংস্থা।

অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকা ও আশেপাশের সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। সেইসঙ্গে বন্ধ হানিফ ফ্লাইওভারেও যান চলাচলও। শাহবাগ থানা সূত্রে এ তথ্য জানা গিয়েছে। শাহবাগ থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন রাখতে হানিফ ফ্লাইওভারের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বঙ্গবাজার মার্কেটের আশপাশের এলাকার যান চলাচল আগুনের ভয়াবহতার কারণে বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থসাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলের আশেপাশে কয়েক হাজার মানুষ ভিড় করায় তাদের সামলাতে বেগ পেতে হচ্ছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ভিড়ের কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন