বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh: ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি মার্চেই শুরু: বাংলাদেশের বিদেশমন্ত্রী

Bangladesh: ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি মার্চেই শুরু: বাংলাদেশের বিদেশমন্ত্রী

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

মোমেন বলেন, ১৮ মার্চ থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে। ভারত থেকে ডিজেল আসার এ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল যাবে বাংলাদেশে। এমনটাই জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাঁর কথায়, ১৮ মার্চ থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে। ভারত থেকে ডিজেল আসার এ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের বিদেশ দফতরে সাপ্তাহিক সংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি। ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, সীমান্তে সীমানা রেখার ১০০ গজের মধ্যে স্থাপন করা নিয়ে ভারত তার আপত্তি তুলে নিচ্ছে। ফলে রেল স্টেশন-সহ আটকে থাকা সকল অবকাঠামোর কাজ দ্রুতই শুরু হবে। ভারতের আমন্ত্রণে জি ২০-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ পাওয়ায় বাংলাদেশ সম্মনিত হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে নেওয়া প্রায় ৩.৪৬ বিলিয়ন ভারতীয় রুপি ব্যয় করে বানানো ১৩০ কিলোমিটার ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের (আইবিএফপিএল) মাধ্যমে ভারত থেকে ডিজেল রফতানি হবে। আরও জানা গিয়েছে, পাইপলাইনটি ভারতের ভূখণ্ডের ৫ কিলোমিটার এবং বাংলাদেশে ১২৫ কিলোমিটার প্রসারিত।

 

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন