বাংলা নিউজ > ঘরে বাইরে > Galwan Clash: জখম চিনা জওয়ানের প্রাণ বাঁচানো ভারতীয় মেডিকও শহিদ হয়েছিলেন গালওয়ান সংঘর্ষে!

Galwan Clash: জখম চিনা জওয়ানের প্রাণ বাঁচানো ভারতীয় মেডিকও শহিদ হয়েছিলেন গালওয়ান সংঘর্ষে!

শহিদ দীপক সিংয়ের স্ত্রী রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র সম্মান গ্রহণ করছেন। (HT_PRINT)

জুন মাসের সেই অভিশপ্ত রাতে গালওয়ানে ২০ জন ভারতীয় সেনা কর্মী শহিদ হয়েছিলেন। চিনের তরফে প্রায় ৪০ জন হতাহত হয়েছিলেন বলে জানা যায়। ২০২০ সালের ১৫ জুনের সেই সংঘর্ষের পরই ভারত-চিন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের দুই বছর অতিক্রান্ত হয়েছে। ২০২০ সালের জুন মাসের সেই বিভীষিকাময় রাতের ঘটনা ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে আর কয়েকদিনের মধ্যে প্রকাশিত হতে চলা একটি বইতে সেই রাতের একটি ঘটনা তুলে ধরা হয়েছে। ইন্ডিয়া টুডের সাংবাদিক শিব আরুর এবং হিন্দুস্তান টাইমসের সাংবাদিক রাহুল সিংয়ের লেখা ‘ইন্ডিয়া’স মোস্ট ফিয়ারলেস ৩’ বইটিতে বিবরণ দেওয়া হয়েছে, কীভাবে চিনা সৈনিকদের প্রাণ বাঁচানো এক ভারতী মেডিক গালওয়ানের সংঘর্ষে শহিদ হয়েছিলেন।

জুন মাসের সেই অভিশপ্ত রাতে গালওয়ানে ২০ জন ভারতীয় সেনা কর্মী শহিদ হয়েছিলেন। চিনের তরফে প্রায় ৪০ জন হতাহত হয়েছিলেন বলে জানা যায়। ২০২০ সালের ১৫ জুনের সেই সংঘর্ষের পরই ভারত-চিন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এরপর একাধিকবার বৈঠকে বসে ভারত এবং চিনা সেনা। তবে কোনও সমাধান সূত্র এখনও বের হয়নি।

আরও পড়ুন: রেলযাত্রায় ফের ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা?

গালওয়ান সংঘর্ষ নিয়ে চিনের দাবি ছিল যে তাদের মাত্র ৪ জন সেনা মারা গিয়েছিলে। তবে রাহুল এবং শিবের বইতে দাবি করা হয়েছে, নিজেদের মুখ রক্ষা করতে চিনের তরফে মিথ্যাচার ছড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় সেনা জওয়ানদের বয়ানের উপর ভিত্তি করে লেখা বইটি প্রকাশিত হতে চলেছে আগামী ১৫ অগস্ট। সেখানেই ভারতীয় মেডিক নায়ক দীপক সিংয়ের মৃত্যুর বিবরণ রয়েছে। উল্লেখ্য, নায়ক দীপক সিংকে মরণোত্তর বীর চক্র দেওয়া হয়েছিল। তিনি সংঘর্ষের পর ৩০ জনেরও বেশি ভারতীয় সেনার প্রাণ বাঁচিয়েছিলেন। তবে তিনি যে শত্রুপক্ষের জওয়ানদেরও প্রাণ বাঁচিয়েছিলেন, তা এতদিন জানা ছিল না।

আরও পড়ুন: গত দুই মাস ধরে চিত্রনাট্য লেখা হচ্ছিল বিহারের পট পরিবর্তনের!

বইতে কর্নেল রবি কান্তকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘দীপক সিং কতজন ভারতীয় সেনার প্রাণ বাঁচিয়েছেন তা আমরা জানি। তবে সেই রাতে তিনি যে কতজন চিনা সৈনিকেরও প্রাণ বাঁচিয়েছিলেন, সেই সংখ্যাটা আমাদের জানা নেই। তবে এটা বলতে পারি, সে রাতে প্রাণে বেঁচে যাওয়া বহু চিনা সেনা দীপককে ধন্যবাদ জানাতে পারেন।’ জানা গিয়েছে, যুদ্ধক্ষেত্রে এক চিনা সেনার চিকিৎসা করার সময়ই একটি পাথর এসে লেগেছিল দীপর সিংয়ের মাথায়। ভারতীয় সেনার এক মেজর তখন চিনা সেনাকে সতর্ক করেছিলেন যে তারা এমন এক ভারতীয় মেডিকের উপর হামলা চালাচ্ছে যিনি চিনা সেনার চিকিৎসা করছেন। তবে জখম হয়েও নিজের কাজ জারি রেখেছিল দীপক। পরে চিনা সেনা দীপককে আটক করে। জখম চিনা সেনাদের চিকিৎসা করতে বাধ্য করা হয় দীপককে। এবং পরে দীপককে তারা খুন করে।

বন্ধ করুন